প্রিয় রাহিতা,
আমার ভালোবাসা ও সমবেদনা রইল। গতকাল পত্র পেয়ে তোমার মায়ের মৃত্যুর কথা জেনে খুবই মর্মাহত হয়েছি।
রাহিতা তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই। তোমার মা যে তোমার কত বড় আশ্রয় ছিলেন, সেটা আমি জানি। কিন্তু কী করা যাবে বলো? সবাইকেই তো একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দুদিন আগে-আর পরে। কাজেই দুঃখ না করে মায়ের আত্মার শান্তির জন্য সৎ ও মহৎ কর্ম করো। তাহলেই তিনি শান্তি পাবেন।
দোয়া করি, তোমার আম্মা জান্নাতবাসী হোন। তোমাদের বাড়ির সবাইকে আমার সালাম ও সমবেদনা জানিও।
——ইতি
জোবায়েদা রহমান
আরও পড়ুন : প্রিয়, একজন সত্যিকারের বন্ধু কখনো ছেড়ে যায় না
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন