বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

কুকুরসহ যে দেশের মোট জনসংখ্যা মাত্র ৩৮ জন

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

একটি নির্দিষ্ট ভূখন্ডে মানুষকে নিয়েই একটি দেশ গঠিত হয় সাধারণত। পশু-পাখিদের কোনো গণ্ডি নেই। নেই কোনো সীমানা। এগুলোর বিচরণ পৃথিবী জুড়ে। তাই একটি দেশের নাগরিক হিসেবে পশু-পাখিদের স্বীকৃতি দেওয়া হয় না। অথচ পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে কুকুরদেরও নাগরিকত্ব দেওয়া হয়। জানুন ভিন্ন এই দেশ সম্পর্কে।    

দেশে এমন বহু যৌথ পরিবার রয়েছে যেখানে একত্রে ২৫-৩০ জন সদস্য বাস করেন। তবে আজ আমরা এমন একটি দেশের কথা বলব যেই দেশের মোট জনসংখ্যাই মাত্র ৩৮ জন। যার মধ্যে আবার ৩টি কুকুরও রয়েছে। এটি একটি মাইক্রোনেশন, যার নাম মোলোসিয়া রিপাবলিক। এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এই দেশের মোট নাগরিকদের তালিকায় ৩টি কুকুরও রয়েছে।

এই দেশটি আমেরিকার নেভাদার কাছে অবস্থিত। এটি কেভিন বাগ নামে এক শাসকের রাজত্বে চলে। মোট ১১ একর জমিতে সীমানা রয়েছে ২ দশমিক ২৮ একর। ডেটন ভ্যালিতে নির্মিত এই মাইক্রোনেশন সম্পর্কিত অনেক আকর্ষণীয় তথ্য রয়েছে। এখানে কুকুররাও নাগরিকত্ব পায় এবং এর শাসক কেভিন বাগ নিজেকে স্বাধীন দেশের শাসক মনে করেন। তিনি সর্বদা সামরিক ইউনিফর্মে থাকেন এবং তার গায়ে পদক ঝোলানো থাকে। তিনি নিজেকে অনেক উপাধিতে ভূষিত করেছেন।

আরো পড়ুন: ময়লার মধ্যে পাওয়া গেল ৯ কোটি টাকার আংটি

এই দেশের নিজস্ব স্বতন্ত্র মুদ্রাও রয়েছে, যার নাম ভেলোরা। অর্থনীতি চালানোর জন্য, ব্যাংক অব মোলোসিয়া নামে একটি ব্যাংক এবং নিজস্ব চিপ কয়েন এবং মুদ্রিত নোট রয়েছে। শুধু তাই নয়, মোলোসিয়া আরেকটি মাইক্রোনেশন মোস্তাচেস্তানের সঙ্গে যুদ্ধও করেছে এবং জয়লাভও করেছে। এই দেশটি এখনও পর্যন্ত নিজেদের জাতীয় সঙ্গীতকে দুবার পরিবর্তন করেছে এবং এর পতাকা নীল, সাদা এবং সবুজ রঙে রঞ্জিত।

এসকে/ 

কুকুর মোলোসিয়া রিপাবলিক মোট জনসংখ্যা মাত্র ৩৮ জন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250