শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

বিশ্বে প্রকাশনায় ছাপানো প্রথম বই

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

আজ আমরা যে বই পড়ছি, তা তৈরি করার ইতিহাস মোটেও এক দিনের নয়। পৃথিবীতে মানুষ আসার অনেক পর যখন মনের ভাব প্রকাশে ভাষার বিকাশ হতে শুরু করে, সেই কথা বা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করতে পাথরের দেয়ালে লেখার প্রচলন শুরু করে মানুষ। তারই ধারাবাহিকতায় মানুষ আবিষ্কার করে কাগজ, কালি ও কলম। আর এসবের আবিষ্কারের বহু পর মানুষ তৈরি করতে সক্ষম হয় বই।

মস্তিষ্কের তথ্য আর জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে কিংবা মন বা আত্মাকে আলোকিত করতে সামান্য কাগজের অসামান্য লেখা বইয়ের জুড়ি সত্যি পৃথিবীতে আর কোনোটিই নেই। অথচ কাগজে ছাপা হয়ে বই কোনোদিন মানুষের হাতে হাতে ঘুরবে বা শেলফে শোভা পাবে, এমনটা খ্রিষ্টপূর্ব ৩৫০০ সালে কেউ হয়তো ভাবেনি।

বইয়ের ইতিহাস লেখার বিকাশের সঙ্গে সম্পর্কিত, যা অন্যান্য বিভিন্ন আবিষ্কার যেমন: কাগজ, মুদ্রণ এবং বই মুদ্রণের আধুনিক দিনের ব্যবসার মাধ্যমে পরিচালিত। প্যাপিরাসের শিট দিয়ে বইয়ের ইতিহাস শুরু হলেও তা আধুনিক বইয়ের সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সেগুলোকে প্রথম বই হিসেবে ধরা হয় না।

চীনে প্রকাশিত প্রথম বইয়ের মর্যাদা পেয়েছে হীরক সূত্র নামের বইটি। ৮৬৮ খ্রিষ্টাব্দের ১১ মে জাপানের সম্রাজ্ঞী মোবতোকু বুদ্ধদেবের ১০ লাখ বাণী নিয়ে এই বইটি কাঠের ব্লকে হস্তচালিত যন্ত্রে ছাপানো হয়েছিল।
জ্ঞানবিজ্ঞানে এশিয়া একসময় ইউরোপের চেয়ে অনেক বেশি অগ্রগামী ছিল। ধারণা করা হয়, চীন এবং কোরিয়াই ছাপাখানার আদি স্থান। ১২০০ খ্রিষ্টাব্দে গোরিও রাজবংশের সময় কোরিয়ায় প্রথম ধাতবের টাইপ উদ্ভাবিত হয়েছিল। এর ফলশ্রুতিতে ১৩৭৭ খ্রিষ্টাব্দে 'জিকজি' নামের ধাতবের টাইপ দিয়ে মুদ্রিত হয় কোরিয়ার প্রথম বই।

এরপর ১৪৩৯ সালে জোহানেস গুটেনবার্গ তার ধাতব কাজের দক্ষতা ব্যবহার করে একটি পদ্ধতিগত এবং নির্ভরযোগ্য প্রিন্টিং প্রেস ডিজাইন করেছিলেন, যা বইয়ের ব্যাপক উৎপাদনের জন্য একটি কার্যকরী পদ্ধতি হিসেবে কাজ করে। প্রথম গণ উৎপাদিত বইটি ছিল 'দ্য গুটেনবার্গ বাইবেল'। ১৪৫৫ সালে চলমান ধাতু ব্যবহার করে মুদ্রিত হয়েছিল এই বইটি। ১৪৫৫ সালে শিল্পসম্মতভাবে তৈরি ৪২ লাইনের বাইবেল হিসেবে খ্যাত বইটির ২১টি কপি এখনো বিদ্যমান আছে।

আমেরিকায় প্রথম মুদ্রিত বই হিসেবে ১৬৪০ সালে দ্য হোল বুক অব সাম বইটি প্রকাশিত হয়। এ বইটিকে সংক্ষেপে বলা হয় দ্য বেই সাম। আজ অবধি এই বইটির মাত্র ১১টি কপি বিদ্যমান রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএইচডি/

বিশ্ব প্রকাশনা প্রথম বই বইয়ের ইতিহাস হীরক সূত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250