শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ *** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বাড়তি আয়ের সুযোগ দিচ্ছে মেটা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুকে ভিডিও প্রকাশ করার মাধ্যমে আয় করে থকেন। এছাড়া প্ল্যাটফর্মটি থেকে নানাভাবে আয় করা যায়। যা হয়তো অনেকেরই অজানা। সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আয়ের নানা পথ দেখিয়েছে। ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম থেকে কীভাবে আয় করবেন সেই উপায়ও জানিয়েছে মেটা।

সম্প্রতি মেটা ইয়ার অ্যান্ড বোনাসেও দিচ্ছে বাড়তি আয়ের সুযোগ। মেটার অধীনে থাকা সামাজিক যোগাযোগ-মাধ্যমগুলো আয়ের সুযোগ পাবে। ৩৫টি দেশে মিলছে বাড়তি আয়ের সুযোগ। 

প্রথমেই আসবে ইনস্টাগ্রাম। এই সামাজিক যোগাযোগ-মাধ্যমে ইনভাইট অনলি বোনাসের মাধ্যমে আয় করা যাবে। ক্রিয়েটররা সৃজনশীল কন্টেন্টের মাধ্যমে রিলস ও ফটো শেয়ার করে রিওয়ার্ড পাবেন। প্রাথমিকভাবে কয়েকজনকে নির্বাচন করে এই রিওয়ার্ড দেওয়া হবে। 

আপনার বানানো রিলস যদি ফলোয়ারের পছন্দ হয় তাহলে সে আপনাকে ইনস্টাগ্রামে গিফট পাঠাতে পারবে। এই গিফট কেনা যাবে স্টার হিসাবে অথবা ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ভার্চুয়াল গিফটও কেনা যাবে। তবে এই অপশন পাওয়ার জন্য অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা অন্তত ৫০০ এবং ক্রিয়েটরের বয়স ১৮ বছরের বেশি হতে হবে।

আরো পড়ুন : ব্যাংকিং সেবা খাতে রূপান্তর ঘটাচ্ছে হুয়াওয়ের স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্স

ইনস্টাগ্রামের মতো ফেসবুকেও রয়েছে আয়ের সুযোগ। ফেসবুকে স্টোরির মাধ্যমে রোল করা যাবে সাবস্ক্রিপশন। কয়েকদিনে ফলোয়ার অ্যাকাউন্টে তা রোল আউট করা হবে। ফ্যানদের ৩০ দিন ফ্রি সাবস্ক্রিপশনের সুযোগও দেওয়া হবে। 

ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিভিন্ন সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করার প্রক্রিয়া সহজ করেছে মেটা। এবার থেকে ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করার সময় একটি ‘Allow Brand Partner to Boost’ অপশন থাকবে। যেখানে ক্লিক করে বিজ্ঞাপনের মাধ্যমে মোটা টাকা আয় করতে পারবেন প্রতি মাসে।

ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই সকল সুবিধা নেওয়ার জন্য ক্রিয়েটর অ্যাকাউন্টে ভিজিট করতে হবে। সেখানে মেটার তরফ থেকে অপশনগুলো দেখতে পাবেন।

অ্যাকাউন্টে যদি এই সমস্ত সুবিধা না দেখায় তাহলে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মেটা সম্পূর্ণ রোল আউট করে। পাশাপাশি এই সুবিধাগুলোর জন্য আপনি যোগ্য কিনা তাও যাচাই করে নিতে হবে।

এস/ আই. কে. জে/ 


মেটা কন্টেন্ট ক্রিয়েটর বাড়তি আয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250