সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

ক্ষমতাসীনরাই গাড়ি-বাড়িতে অগ্নিসংযোগ করছে, অভিযোগ রিজভীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

ক্ষমতাসীনরাই গাড়ি-বাড়িতে অগ্নিসংযোগ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৫ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির আন্দোলনকে নস্যাৎ করে ভিন্ন দিকে নিতেই ক্ষমতাসীনরা বিভিন্ন স্থানে, গাড়িতে-বাড়িতে অগ্নিসংযোগ করছে। তা না হলে, ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনের সামনে হঠাৎ দুটি ট্রাক আসল কোত্থেকে? এটা তো তাদেরই পরিকল্পিত। তাদের পুলিশ-প্রশাসন দিয়েই করা হয়েছে। তারা রাষ্ট্রশক্তি, পুলিশ-র‌্যাব দিয়ে যৌথভাবে বিএনপির মহাসমাবেশে আক্রমণ করেছে। এখন তারাই মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে।

আরো পড়ুন: রিমান্ড শেষে মির্জা আব্বাস কারাগারে

আর ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা কোথায়? আসলে তারা টিক্কাখান ও নিয়াজি সাহেবের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা দেশে বিএনপিশূন্য করতে নিষ্ঠুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। যার লক্ষ্য হলো আবারো দেশে একতরফা নির্বাচন করা।

রিজভী বলেন, সরকারের পতনের লক্ষ্যে সারাদেশে বিএনপির অবরোধ শান্তিপূর্ণভাবে নেতাকর্মীসহ সাধারণ মানুষ পালন করছে। কারণ, আমাদের কর্মসূচিগুলো হচ্ছে জনগণকে তাদের দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। অন্যদিকে দেশের মানুষ আজকে তার স্বাধীন দেশে নির্ভয়ে চলাচলে ভয় পাচ্ছে। তারা মনে করেন এই বুঝি কেউ পেছন থেকে তাড়া করছে।

তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস করেনি। সেজন্য আমরা নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছি। কারণ, সরকার নিজেরাই নাশকতা করে বিএনপি ও বিরোধীদলের ওপর চাপাবে। এ জন্য সবাইকে সতর্কতার সঙ্গে রাস্তায় অবরোধ পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন: মির্জা ফখরুলের মুক্তি চেয়ে ৫৮৭ নাগরিকের বিবৃতি

রিজভী বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রোববার পর্যন্ত) সারাদেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ২৬১ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, মোট মামলা ৯টি, মোট আসামি ১০৬০ জনের অধিক নেতাকর্মী। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের আগে ও পরে অদ্যাবধি মোট গ্রেপ্তার হয়েছে ৫২৮৪ জনের অধিক নেতাকর্মী, মোট মামলা হয়েছে ১২২টির বেশি এবং মোট আহত হয়েছে ৩৪৯৮ জনের অধিক নেতাকর্মী এবং মৃত্যু হয়েছে ১০ জনের (সাংবাদিক ১ জন)।

এসকে/ 


বিএনপি রুহুল কবির রিজভী গ্রেফতার ক্ষমতাসীন দল গাড়িতে আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250