ছবি: সংগৃহীত
বিশ্বকাপের বিগ ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। হিমাচলের ধর্মশালায় বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত এক ম্যাচেও হারের মুখ দেখেনি দুই দলের কেউই। এই ম্যাচের শেষে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হবে এক দলকে।
ম্যাচটি দুদলের কাছেই জয়ের ধারা ধরে রাখার মিশন। সেই সঙ্গে কিউইদের লক্ষ্যটা থাকবে ২০০৩ সালের পর থেকে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ধরে রাখা আধিপত্য এবারও বজায় রাখা। অপরদিকে স্বাগতিকদের লক্ষ্য লম্বা সময় ধরে সঙ্গী হওয়া হারের বৃত্ত ভাঙা।
বিগ ম্যাচে ভারতের একাদশে এসেছে দুই পরিবর্তন। শার্দুল ঠাকুর ও হার্দিক পান্ডিয়ার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি ও সুরিয়াকুমার যাদব।
এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড।
এসকে/
খবরটি শেয়ার করুন