সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে বাগদান সারলেন নাবিলা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ছোটপর্দার বর্তমান সময়ের অভিনেত্রী নাবিলা ইসলাম। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। পাশাপাশি সরব সামাজিক যোগাযোগমাধ্যমেও। 

রোববার (৫ নভেম্বর) রাতে আংটি হাতে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘অবশেষে এটা হতে যাচ্ছে।’ ছবিটি পোস্ট করার পর অনেকে ধারণা করছেন- নাবিলা বাগদান সেরেছেন। আবার অনেকে বিষয়টা নাটকের দৃশ্য বলে মনে করছেন।

আরো পড়ুন : রশ্মিকার আপত্তিকর ভিডিও ফাঁস : আইনি পদক্ষেপের তাগিদ অমিতাভ বচ্চনের

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় নাবিলার সাথে। তিনি বলেন, পারিবারিকভাবে এটা বলতে নিষেধ আছে। সুতরাং এটার উত্তর জানতে হলে আরও দুদিন অপেক্ষা করতে হবে। আজ একটা ছবি দিয়ে ইঙ্গিত দিলাম। সামনে আরও ছবি আসবে। এরপর তিনদিনের মাথায় বিষয়টি সবাই জানতে পারবেন। আপাতত এ টুকুই অ্যাকাউন্ট হ্যাক হয়নি, সব কিছুই ঠিক আছে।

উল্লেখ্য, নাবিলা ইসলামের জন্ম চট্টগ্রামে। পৈতৃক নিবাস সেখানেই। এমবিএ করছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে। মডেলিংয়ে ক্যারিয়ার শুরুর পর বিভিন্ন বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন তিনি।

এস/ আই.কে.জে




বাগদান নাবিলা ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন