শনিবার, ১২ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবারের নববর্ষের শোভাযাত্রায় তরমুজের মোটিফ থাকছে যে কারণে *** ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে পরিবর্তন *** আ. লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বলছেন এক এগারোর সরকারের দাপুটে উপদেষ্টা *** ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে অর্থনীতিতে প্রভাব পড়বে কী না, যা বলছেন অর্থনীতিবিদ *** মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল *** বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো *** 'রাস্তায় মানুষ বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন' *** বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল প্রসঙ্গে যা বলছেন ভারতীয় সাংবাদিক *** আজ রাতে ১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস *** অলিম্পিকে ইতিহাস গড়তে যাচ্ছেন নারী অ্যাথলেটরা

অস্ট্রিয়ায় চীনা দূতাবাসের সামনে উইঘুরদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩

#

যুক্তরাজ্যে চীনা দূতাবাসের বাইরে উইঘুর মুসলিমদের বিক্ষোভ। ছবি: দ্য রিপাবলিক

অস্ট্রিয়ায় অবস্থিত চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন দেশটিতে থাকা উইঘুর সম্প্রদায়ের সদস্যরা। ভয়েসেস এগেইনস্ট অটোক্রেসি (ভিএএ) শীর্ষক সংগঠনের ব্যানারে ভিয়েনায় চীনা দূতাবাসের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিক্ষোভ কর্মসূচি থেকে চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর এবং অন্যান্য তুর্কি মুসলিম সম্প্রদায়ের ওপর বেইজিংয়ের নিপীড়ন বন্ধের দাবি জানানো হয়।

খবরে বলা হয়েছে, ২০০৯ সালের ৫ জুলাই সংঘটিত উরুমকি গণহত্যার স্মরণে এবং চীনের জিনজিয়াং প্রদেশের পূর্ব তুর্কিস্তানে চলমান গণহত্যার বিরুদ্ধে তাদের আওয়াজ তোলার জন্য এ বিক্ষোভের আয়োজন করা হয়।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এদিন অস্ট্রিয়ায় অবস্থানরত প্রায় ৫০ জন উইঘুর চীনা দূতাবাসের সামনে জড়ো হন এবং বেইজিং সরকারের গণহত্যামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেন।

ভিএএর মতে, বিক্ষোভে অংশ নেওয়া উইঘুরদের মধ্যে অনেকেই সেই গণহত্যায় তাদের প্রিয়জনকে হারিয়েছেন। তাই চীনা নিপীড়নের বিরুদ্ধে তাদের অব্যাহত লড়াইয়ে শক্তি জোগানের অংশ হিসেবে বেইজিং সরকারের ওই জঘন্য কর্মকাণ্ডকে স্মরণ করাকে তারা গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

অস্ট্রিয়ায় উইঘুর সম্প্রদায়ের প্রেসিডেন্ট মেভলান দিলশাত এদিন বিক্ষোভের নেতৃত্ব দেন এবং দেশটির বিভিন্ন প্রদেশ থেকে এসে বিক্ষোভে অংশ নেন উইঘুররা।

আরো পড়ুন: চীন ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়কে নীরব না থেকে চীনা গণহত্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভিএএর তথ্যমতে, কুখ্যাত উরুমকি গণহত্যায় জাতিগত সংখ্যালঘু উইঘুর এবং হান চীনা সম্প্রদায়ের মধ্যে তিন দিনের ভয়ঙ্কর সহিংসতায় প্রায় ২০০ জন নিহত এবং ১৭০০ জন আহত হয়েছিলেন। তবে এটি চীন সরকারের পরিসংখ্যান। হতাহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে মনে করা হয়।

এম এইচ ডি/

অস্ট্রিয়া সংখ্যালঘু চীন মুসলিম সম্প্রদায় যুক্তরাজ্য উইঘুর মুসলিম সম্প্রদায় চীনা দূতাবাস বিক্ষোভ বেইজিং সরকার গণহত্যা তুর্কি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন