ছবি: সংগৃহীত
গত সপ্তাহে শুরু হয়েছে সৌদি প্রো লিগ। এবারের লিগের আকর্ষণ ইউরোপ-মাতানো বড় বড় তারকারা ভিড় জমিয়েছেন সৌদি প্রো লিগে। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমার, জর্ডান হেন্ডারসন, এনগোলো কান্তেরা এখন সৌদি আরবে।
সৌদি আরবের ক্লাবগুলো দুটি আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে। ইউনিয়ন অব আরব ফুটবল অ্যাসোসিয়েশন (ইউএএফএ) আয়োজিত আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ, যেটি কিছুদিন আগে জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। আরব বিশ্বের শীর্ষ লিগে খেলা ক্লাবগুলো এই টুর্নামেন্টে অংশ নেয়। এ ছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফপি) এশিয়ান চ্যাম্পিয়নস লিগ তো আছেই।
করিয়েরে দেল্লো স্পোর্ত জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপের চ্যাম্পিয়নস লিগে সৌদি আরবের ক্লাবের অংশ নেওয়ার অনুমতি চাইবেন দেশটির ফুটবল কর্তারা। ‘ওয়াইল্ড কার্ড’-এর মাধ্যমে এই টুর্নামেন্টে সৌদি ক্লাবের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চান তাঁরা। আর সেটি ২০২৪-২৫ মৌসুম থেকেই শুরু করতে চায় সৌদি আরব।
২০২৪-২৫ চ্যাম্পিয়নস লিগ হবে নতুন ফরম্যাটে। এটিকে বলা হয় ‘সুইস-সিস্টেম’, যেখানে আগের মতো আর ৩২টি দল অংশ নেবে না, আরও ৪টি দল বাড়িয়ে ২০২৪-২৫ মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগ হবে ৩৬ দলের টুর্নামেন্ট। লিগ পদ্ধতিতে ৮টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। শীর্ষ ৮টি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোয়। ৯ম থেকে ২৪তম দলগুলোর মধ্যে দুই লেগের প্লে–অফ ম্যাচের ভিত্তিতে নির্ধারিত হবে শেষ ষোলোর অন্য দলগুলো।
উয়েফার কাছে সৌদি প্রো লিগজয়ী দলকে ২০২৪-২৫ চ্যাম্পিয়নস লিগে ‘ওয়াইল্ড কার্ড’–এর মাধ্যমে খেলতে দেওয়ার অনুমতি চাইবে সৌদি আরবের ফুটবল কর্তৃপক্ষ। এতে আল ইত্তিহাদ, আল আহলি, আল হিলাল ও আল নাসরের মতো ক্লাবগুলো আন্তর্জাতিকভাবে আরও খ্যাতি কুড়াবে বলে বিশ্বাস করে সৌদি আরব। এই চারটি ক্লাবই সৌদি সরকারের নিয়ন্ত্রণাধীন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ)।
আর.এইচ
খবরটি শেয়ার করুন