রবিবার, ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ *** শুল্ক নিয়ে সরাসরি আমেরিকার সঙ্গে যোগাযোগ করবেন ড. ইউনূস *** খেলাধুলা শিশু ও তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে: প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বানে বিরল ‘ফতোয়া’ জারি *** ‘দুই নেতার বৈঠকের পর সম্পর্কের বরফ কতটা গলছে’ *** আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, আমরা সব সময় সম্মান করি: ইউনূসকে মোদি *** এখন থেকে কাদের সিদ্দিকী ‘জয় বাংলা’ বলবেন যে কারণে *** এবার ঈদের ছুটিতে ৭ দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী *** বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি *** আমেরিকান শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক আহ্বান

কৃত্রিম বুদ্ধিমত্তায় স্বাস্থ্য সেবা দিচ্ছে গুগল

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৯ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

দিনকে দিন সব কিছুর নিয়ন্ত্রণ নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এই জোয়ারে যোগ দিচ্ছে সব টেক জায়ান্টরা। কে কতটা বেশি এই প্রযুক্তিকে কাজে লাগাতে পারছে তার ওপর নির্ভর করছে সাফল্য। এরই জের ধরে এবার এআই ডাক্তার আনতে যাচ্ছে টেক জায়ান্ট গুগল।

মেড-পাম২ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাটি চিকিৎসাসংক্রান্ত প্রশ্নের উত্তর দেয়ার জন্য ডিজাইন করা হয়েছে।

রোগীদের ব্যক্তিগত তথ্য গোপন রেখে সেবা দেবে প্রতিষ্ঠানটি। রোগীদের তথ্য সুরক্ষায় কোন ধরনের ছাড় দেবেনা গুগল।

এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, মেড-পাম২-এর যাচাই করা রোগীদের তথ্যে একমাত্র তারই নিয়ন্ত্রণ থাকবে। এমনকি গুগলও সেসব তথ্যে প্রবেশাধিকার পাবে না।

আপাতত মেড-পাম২ রোগী থেকে তথ্য নিয়ে প্রাথমিক যাচাই-বাছাই ও রিপোর্ট দেখার কাজ করছে। গুগল তাদের নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা যাচাই করার জন্য বেছে নিয়েছে মায়ো ক্লিনিককে। এর অনেকগুলো শাখা থাকলেও ঠিক কোনটিতে ট্রায়াল চলছে তা জানায়নি কোম্পানিটি।


দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে আই/ও সম্মেলনেই বৃহৎ ভাষা মডেল ভিত্তিক চ্যাটবট পাম২ আনার ঘোষণা দিয়েছিল গুগল। মেড-পাম২ চ্যাটবট পাম২-এরই বিশেষ সংস্করণ।

আরো পড়ুন: বাদুড় দিয়ে মহামারীর রহস্য উদঘাটনের চেষ্টা

এর আগে চলতি বছরেই গুগল লেন্সে নতুন স্কিন কনডিশন রিকগনিশন ফিচার চালু করেছে গুগল। অ্যান্ড্রয়েড ও আইওসের স্মার্টফোনের জন্য বানানো ইমেজ রিকগনিশন অ্যাপে নতুন এই ফিচার মিলছে।

এর মাধ্যমে ত্বকের রোগ শনাক্তকরণের ক্ষেত্রে যে কেউ স্মার্টফোনের সহায়তা নিতে পারছেন। এতে করে ত্বকের যে কোন সমস্যা স্মার্টফোনের লেন্সের ওপর ধরলে কিংবা আগে তোলা ছবি গ্যালারি থেকেও সিলেক্ট করে স্কিন কনডিশন রিকগনিশন ফিচার দিয়ে ত্বকের সমস্যা শনাক্ত করা যাচ্ছে।

এম এইচ ডি/

টেক জায়ান্ট কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্য সেবা গুগল মেড-পাম২ চিকিৎসা সেবা প্রযুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন