ছবি : সংগৃহীত
আমরা চোখের সৌন্দর্য বাড়িয়ে তুলতে ব্যবহার করি কাজল, আইশ্যাডোর মতো উপকরণ। কিন্তু তাতে তো পুরো সৌন্দর্য ফুটে উঠে না। চোখ গভীরতর হয় তার পল্লবের গুণে। অনেকে চোখ সাজাতে নকল আইল্যাশ ব্যবহার করেন। তবে তা সাময়িক সৌন্দর্য বাড়ালেও চোখের ওপর খারাপ প্রভাব ফেলে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, চোখের পাপড়ি বা আইল্যাশ ঘন করতে কিছু তেল দারুণ কাজ করে। চলুন জানা যাক, কোন তেলগুলো আইল্যাশের ঘনত্ব বাড়ায়-
ক্যাস্টর অয়েল
চোখের পাতা ঘন করার একটি পরিচিত ঘরোয়া উপাদান ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলে রয়েছে ফ্যাটি অ্যাসিড নামক উপাদান যা চোখের পাতা আরও ঘন করে। একটি ইয়ারবাডে সামান্য ক্যাস্টর অয়েল লাগিয়ে চোখের পাতায় সারা রাত লাগিয়ে রাখুন। পরের দিন সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন। রোজ এই নিয়মে ক্যাস্টর অয়েল লাগালেই উপকার মিলবে।
আরো পড়ুন : প্রতিদিনের এই পানীয়তেই হবে ত্বক সুন্দর
কাঠবাদামের তেল
ভিটামিন ই-তে ভরপুর কাঠবাদাম। এর তেল চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে দারুণ কাজ করে। একই নিয়মে কাঠবাদামের তেল চোখের পাপড়ির গোড়া মজবুত করতেও সাহায্য করে। তাই ঘন আঁখি পল্লব চাইলে ব্যবহার করুন এই তেল।
নারকেল তেল
শীতে বাড়ে খুশকির পরিমাণ। কখনো কখনো এই খুশকি চোখের পাতায়ও এসে পড়ে। যা থেকে চোখের পাপড়ি ঝরার মতো সমস্যা দেখা দিতে পারে। চোখের পাতা থেকে খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন নারকেল তেল।
এস/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন