মঙ্গলবার, ১৪ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ডোনাল্ড লু’র চিঠি নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলাপ করবেন কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের বড় তিনটি দলকে ‘পূর্বশর্ত ছাড়া’ সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এর মধ্যে আওয়ামী লীগকে দেওয়া চিঠি নিয়ে দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে আলাপ করবেন বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা জানান। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডোনাল্ড লু আমাকে একটি চিঠি লিখেছেন। চিঠি যুক্তরাষ্ট্রের ঢাকার যিনি রাষ্ট্রদূত, আমার কাছে পৌঁছানোর জন্য নিয়ে এসেছেন। শুনেছি যে এরকম দুটি চিঠি আরও দুটি দলের কাছে (পাঠিয়েছে)। বিএনপি আর একটা বোধ হয় জাতীয় পার্টি।

ওবায়দুল কাদের বলেন, এই চিঠির বিষয়বস্তু নিয়ে আমার পার্টির প্রেসিডেন্ট এবং পার্টির সহকর্মীদের সঙ্গে, নির্বাহী কমিটির আমার সহকর্মীদের সঙ্গে আলোচনা করা দরকার। কারণ আমার পার্টির চিন্তাভাবনার দৃষ্টিকোণ থেকেই আমরা চিঠি নিয়ে জবাব দেব।

টাইম ইজ টু শট। এখন এনি টাইম এনি ডে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণা করবে। শিডিউল ঘোষণার সময়টা দূরে নয়, এমনটাই আমরা শুনতে পাচ্ছি। এ  অবস্থায় আমাদের মতো দেশে ডায়ালগ (সংলাপ) যদি করতে হয়, ডায়ালগ তো আর কাউকে বাদ দিয়ে করা যাবে না। ডায়ালগ তো এমন না যে শুধু দুটি দলের সঙ্গেই করতে হবে বা কয়েকটি দলের সঙ্গে ডায়ালগ করলে হবে। সেটা শতাধিক দলের সঙ্গে (করতে হবে) হওয়া উচিত বলে জানান তিনি।

আরো পড়ুন: এখন সংলাপের সুযোগ নেই: কাদের

এসময়ে কখন ডায়ালগ হবে, কখন এ ইলেকশনের প্রক্রিয়া চলবে সেটা একটা বিষয়– উল্লেখ করে তিনি বলেন, আর একটা বিষয় হচ্ছে ডায়ালগের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা, আমাদের যে সিদ্ধান্ত সেটা ছিল অত্যন্ত পরিষ্কার। আমরা আগেও বলেছিলাম শর্তযুক্ত কোনো ডায়ালগের বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি না। তারা তাদের যে এক দফা এই বিষয়গুলো প্রত্যাহার করুক, তারপর আমরা চিন্তাভাবনা করে দেখব। এখন আর সংলাপের কোনো সুযোগ নেই। সেটা অনেক আগের কথা। সে সময় পেরিয়ে গেছে। এখন আর সেই পেরিয়ে যাওয়া সময়কে এগিয়ে নিয়ে আসার কোনো সুযোগ নেই। কাজেই সিদ্ধান্ত গ্রহণে সময়টা একটা বিরাট ফ্যাক্টর।

আরো পড়ুন: বাংলাদেশে সহিংসতামুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

আপনাকে যে চিঠিটি দিয়েছে এটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কবে আলাপ করবেন এবং এ চিঠির বিষয়বস্তু কি গণমাধ্যমকে বলা যায়– জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, দেখুন চিঠিটি লিখেছে আমার কাছে। আমি তো দলের সাধারণ সম্পাদক, এ হিসেবেই দিয়েছে। যে চিঠিটা আমার কাছে দিয়েছে পার্টির ব্যাপারে তাদের মতামত জানার জন্য, সে বিষয়টি আমি পার্টিতে আলাপ করার আগে কী করে সাংবাদিকদের বলব? এটা কি ঠিক হবে?

চিঠিটি আপনি পড়েছেন কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি এক পৃষ্ঠার চিঠি, আমি দেখেছি।

প্রধানমন্ত্রীর সঙ্গে কবে আলাপ করবেন– জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পারলে আজকেই আলাপ করব।

এসকে/ 


শেখ হাসিনা ওবায়দুল কাদের চিঠি পিটার হাস ডোনাল্ড লু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন