সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে সরকার পতনের পর হঠাৎ কেন আলোচনায় বলিউডের এই অভিনেত্রী *** আরব বিশ্বের ‘ন্যাটো’ গড়ে তুলতে তোড়জোড়, আলোচনা শুরু *** ফরিদপুরে মসজিদে আশ্রয় নিল পুলিশ... *** শীর্ষ আদালতগুলো কেন ‘শুধু পুরুষদের ক্লাব’ হয়ে উঠছে *** গাজা গণহত্যায় ভারতের সঙ্গে যৌথভাবে উৎপাদিত অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল *** তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না: প্রধান উপদেষ্টা *** রাকসু নির্বাচন: হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২ প্রার্থী *** ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা *** ইউরোপীয় পার্লামেন্টের উপকমিটির প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ *** নেপালে নাশকতাকারীদের বিচার করা হবে: সুশীলা

নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় কোনোভাবেই আমি দায়ী নই : ডা. সংযুক্তা সাহা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহা

সেন্ট্রাল হাসপাতালে প্রসবের সময় নবজাতকের মৃত্যু ও পরবর্তীতে লাইভ সাপোর্টে থাকা মায়ের মৃত্যু দায় হাসপাতাল কর্তৃপক্ষের বলে উল্লেখ করেছেন গাইনি বিশেষজ্ঞ সংযুক্তা সাহা। রাজধানীর পরীবাগে নিজ বাসায় মঙ্গলবার (২০ জুন) সংবাদ সম্মেলনে এ দাবি করেন অধ্যাপক ডা. সংযুক্তা সাহা।  

ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারী মাহবুবা রহমান (আঁখি) কে ভর্তির সময় তিনি দেশেই ছিলেন না, এমনকি হাসপাতালে ভর্তির সময় ডা. সংযুক্তার সম্মতিও নেয়া হয়নি বলে দাবি  করেন তিনি। 

এর আগে নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ হিসেবে ডা. সংযুক্তাকে যে অভিযুক্ত করেছেন, সে দায় ডা. সংযুক্তার নয় বলে পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। 

সাংবাদিকদের সাথে কথা বলার সময় তার বিদেশ সফরের তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, অপারেশনের সময় তিনি বিমান ভ্রমণ করছিলেন। তাই তার পক্ষে ভিডিও কলে সংযুক্ত হয়ে পরামর্শ দেয়াও সম্ভব ছিল না। যেহেতু সে ঘটনার সময় দেশেই ছিলেন না এবং তার সম্মতিতে রোগী ভর্তি করা হয়নি, তাই এই মৃত্যুর ঘটনার কোনও দায় তার নয় বলে জানান বিশেষজ্ঞ ডাক্তার সংযুক্তা।  

এছাড়াও মাহবুবা রহমান আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমন্ডি থানায় যে এফআইআর দায়ের করেছেন সেখানে সংযুক্তাকে অভিযুক্ত করা হয়নি বলেও তথ্য প্রধান করেন তিনি। 

ডা. সংযুক্তা জানান, ঐ নারীর চিকিৎসার ক্ষেত্রে সেন্ট্রাল হাসপাতালের চরম অবহেলা ছিল এবং ঘটনায় তিনি কোনভাবেই দায়ী নন। তার সুনাম ক্ষুন্ন করার জন্যই হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার দায় সংযুক্তার উপর চাপিয়েছেন। এ ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরার জন্য গণমাধ্যম ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

আই. কে. জে/


নবজাতক ও মায়ের মৃত্যুর দায় সেন্ট্রাল হাসপাতালের : ডা. সংযুক্তা সাহা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন