রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে সংঘর্ষে ‘উসকানি’ দেওয়া উদয় কুসুমকে বিএনপি থেকে বহিষ্কার *** বাংলাদেশে খেলতে এসে কনটেন্ট বানাচ্ছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার *** এক বছরে ১২৩টি সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: আসিফ মাহমুদ *** বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময়ে পরিবর্তন *** এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় *** চীনে মোদির সঙ্গে বৈঠকে সি, সরাসরি ফ্লাইট, বাণিজ্য সম্পর্কসহ আলোচনায় যেসব বিষয় *** ‘মনোমালিন্যের’ পর রুমিন উপহার পাঠিয়েছেন, জানালেন হাসনাত *** ১৪৪ ধারা জারির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সেনা মোতায়েন *** প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক সন্ধ্যায়

পুলিশ দেখেই ঘুষের টাকা গিলে ফেললেন সরকারি কর্মকর্তা (ভিডিও)

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

ভারতের মধ্য প্রদেশের বাসিন্দা গজেন্দ্র সিং। তিনি কটনি জেলার রাজস্ব বিভাগে কর্মরত। ঘুষ নিতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে যান। আর সেই টাকা কোথায় লুকিয়ে রাখবেন সেই পথ না পেয়ে সাড়ে ৪ হাজার টাকা চিবিয়ে খেয়ে ফেললেন তিনি। সেই টাকা উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছে পুলিশের।

প্রতিবেদনে বলা হয়, নিজের অফিসে বসে দিব্যি ঘুষ নিচ্ছিলেন। পুলিশ পৌঁছতেই হাতেনাতে ধরা পড়ে যান। তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিষয়ে চন্দন সিং লোধি নামে এক ব্যক্তির থেকে গজেন্দ্র ৫ হাজার টাকা ঘুষ চান। গজেন্দ্রর বিরুদ্ধে জব্বলপুর লোকায়ুক্তের কাছে অভিযোগ জানান চন্দন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে।

এরপরই পুলিশ জব্বলপুরের বিলহারি অঞ্চলে গজেন্দ্রর ব্যক্তিগত অফিসে পৌঁছায়। সেই সময় তিনি ঘুষ নিচ্ছিলেন। যার পরিমাণ সাড়ে ৪ হাজার টাকা। তখনই পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। পুলিশ তাকে গ্রেপ্তার করলে সঙ্গে সঙ্গে ঘুষের সমস্ত টাকা মুখে পুরে ফেলেন। শুধু তাই নয় সেই টাকা গিলেও ফেললেন।

আরো পড়ুন: শাহরুখের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগে মামলা

এরপরই তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশেষে গজেন্দ্রর মুখ থেকে টাকার মণ্ড বের করা হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে গজেন্দ্র সুস্থ রয়েছেন। এই ঘটনার পর পুলিশ জানিয়েছে, ওই সরকারি কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং ঘটনার তদন্ত করা হচ্ছে।

এম এইচ ডি/

পুলিশ ভারত ঘুষের টাকা সরকারি কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন