ছবি: সংগৃহীত
বর্ষায় ঘনঘন বৃষ্টি হওয়ার কারণে কাপড় শুকনো নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। দেখা যায় ঠিকভাবে কাপড় না শুকাতে পারার কারণে কাপড় থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। যা খুবই অসহ্যকর। তবে বর্ষাকালে কিছু কৌশল অবলম্বন করলে সহজে কাপড়কে দুর্গন্ধ মুক্ত রাখা যায়। চলুন তবে জেনে নেয়া যাক সে কৌশলগুলো...
- কাপড়ের সজীব রাখত্ব লেবু বা গোলাপের সুগন্ধযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়।
- বর্ষাকালে ঘামে ভেজা কাপড় কাচার আগে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুয়ে শুকাতে দিন।
- জামা কাপড়ের ফাঙ্গাস দূর করতে ভিনেগার ও বেকিং সোডা বেশ কার্যকর। এছাড়াও দুর্গন্ধ দূর করতে এই উপাদানগুলো ভালো কাজ করে।
- কাপড় শুকানোর জন্য কখন রোদ উঠবে তার জন্য অপেক্ষা না করে ফ্যানের বাতাসে কাপড় ছড়িয়ে দিন বা জানালার কাছাকাছি স্থানে কাপড় শুকাতে দিন।
আরো পড়ুন: ঘরের অপ্রয়োজনীয় জিনিস সরাতে কি করবেন
- একসঙ্গে অনেকগুলো ময়লা কাপড় বেশকিছুদিন ফেলে রাখলে তা থেকে বেশি দুর্গন্ধ ছড়ায়। এ জন্য অনেকগুলো কাপড় একসঙ্গে না কেঁচে, অল্প অল্প করে কাপড় ধুয়ে ফেলুন। তাহলে আর কাপড় থেকে গন্ধ ছাড়বে না।
- এছাড়া ওয়ারড্রবে চক বা সিলিকনের পাউচ রাখলে তা কাপড়ের গন্ধ দূর করতে সাহায্য করবে। তাই ওয়ারড্রবে সব সময় কাপড় ভাঁজ করে রাখার সময় চক বা সিলিকনের পাউচ রেখে দিতে পারেন।
এম এইচ ডি/ আই.কে.জে/