শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব *** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার

বাজারে মাছ বিক্রি করছেন সাবিলা নূর!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

সকালে ভিড়ঠেলা বাজারে মাছ বিক্রি করছেন অভিনেত্রী সাবিলা নূর! মাছের ওপর পানি ছিটানো, মাছি তাড়ানো থেকে দাম হাঁকানো সবটাই করছেন অবলীলায়। অনেকে তো সত্যি ভেবে ভুলও করছেন।

হ্যাঁ, এমনটাই দেখা গেছে ‘মৎস্যকন্যা’ নাটকের শুটিং সেটে। নির্মাতা আলোক হাসানের পরিচালনায় এতে মাছ বিক্রেতার চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর। চরিত্রটি যথাযথ ফুটিয়ে তুলতে এবং নাটকে সত্যিকারের আবহ তুলে ধরতে গতকাল শনিবার সকালে মিরপুরের ৬ নম্বর সেক্টরের মাছ বাজারে শুটিং হয় নাটকটির।

এ প্রসঙ্গে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘অনেক বড় বাজার। তারমধ্যে শুটিং। বাজারে সত্যিকারের ক্রেতা–বিক্রেতাও প্রচুর। অনেক মানুষ সেখানে। শুটিং করা অনেক কষ্ট । অনেকে বুঝতেও পারেনি শুটিং চলছে। এ কারণে অনেকটা সমস্যাও হচ্ছিল। যথাযথভাবে ক্যামেরা ধরতে সমস্যাও হচ্ছিল। একসময় বাজারের লোকজনের সহায়তা ঠিকঠাক মতো শুটিং সারতে পেরেছি। সত্যিকারের মাছ বিক্রেতা মনে করে কোনো কোনো ক্রেতা আমার সঙ্গে মাছের দামদরও করছেন। বিষয়টি বেশ মজাও পাচ্ছি। রোববার সকাল থেকে আবারও মাছ নিয়ে বসতে হবে এই বাজারে। কিছু শুটিং বাকি আছে।’

তিনি আরও বলেন, ‘শুটিংয়ের সময় কিছুক্ষণ পরপর মাছে পানি ছিটানো, মাছি তাড়ানো—এ কাজগুলো করতে হচ্ছে। মাছ কিনতে গিয়ে আগে এ কাজগুলো দেখেছি। কিন্তু চরিত্রটি ফুটিয়ে তুলতে শুটিংয়ে এগুলো করতে হচ্ছে আমাকে। পাশাপাশি ক্রেতার সঙ্গে সঠিকভাবে দামদরও করতে হচ্ছে। পুরো বিষয়টি আমার জন্য খুব একটা সহজ নয়।  আজ সকাল থেকে মাছবাজারে বসে বসে এ কাজটি করছি।’

টিকে থাকার সংগ্রামে ব্যস্ত এক নারীর গল্প তুলে ধরা হয়েছে ‘মৎস্যকন্যা’নাটকে। স্বামীর অসুস্থতার কারণে বাধ্য হয়ে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয় সাবিলাকে। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দিশা, সাজু প্রমুখ। পরিচালনার দায়িত্বে আছেন আলোক হাসান। নির্মাতা জানিয়েছেন আজ সোমবার দৃশ্যধারণ শেষ হবে নাটকটির।

ওআ/

সাবিলা নূর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন