ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবাকে 'পুরস্কৃত' করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সদ্যোজাত ও প্রসূতি স্বাস্থ্যে উল্লেখযোগ্য অবদানের জন্য এনআরএস, আর জি কর এবং বি সি রায় শিশু হাসপাতালকে বেছে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনটি হাসপাতালের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা এবং শিশু-প্রসূতিদের স্বাস্থ্য পরিষেবায় উল্লেখ্যযোগ্য অবদানের জন্য দেওয়া হবে প্রশংসাপত্র।
জানা গেছে, তিনটি হাসপাতালকেই আর্থিক অনুদান দেওয়া হবে। যে অর্থ হাসপাতালের উন্নয়ন ও পরিকাঠামোর জন্য ব্যয় করতে হবে। কেন্দ্রের এমন উদ্যোগে উচ্ছ্বসিত হাসপাতালগুলো। ব্লক থেকে জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিষেবা, পরিচ্ছন্নতা এবং শিশু ও প্রসূতি স্বাস্থ্যের উন্নয়নে ‘লক্ষ্য’ এবং ‘মুসকান’ পুরস্কার চালু করেছে দিল্লি। প্রায় তিন বছর আগে ন্যাশনাল মেডিকেল কলেজ পরিচ্ছন্নতার জন্য ‘লক্ষ্য’ পুরস্কার পেয়েছিল। এর পরে জেলা হাসপাতাল হিসাবে এমআর বাঙ্গুর পরপর তিন বছর একই পুরস্কার পায়। ফের একসঙ্গে তিনটি পোস্ট গ্রাজুয়েট মেডিকেল কলেজ-হাসপাতালকে বেছে নিল স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরো পড়ুন: নিম্ন জন্মহারের রেকর্ড চীনে
হাসপাতালগুলোকে দেওয়া এ বিষয়ে মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বি সি রায় শিশু হাসপাতাল সব মিলিয়ে ৮৯ শতাংশ নম্বর পেয়েছে। পেডিয়াট্রিক আউটডোর, ওয়ার্ড এসএনসিইউ এবং এনআরএস যথাক্রমে ৮৪, ৯৩ এবং ৮৬ শতাংশ নম্বর পেয়েছে। তবে এই হাসপাতালেও স্তন্যপানের জন্য পৃথক ব্যবস্থা করা এবং শিশুদের সুবিধাজনক শৌচালয় তৈরির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
আবার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল এবং এনআরএস হাসপাতালও দুটি বিভাগের জন্য পুরস্কার হিসাবে তিন বছর পাঁচ লাখ টাকা করে পাবে। এই দুই হাসপাতালেও শিশুদের জন্য শৌচালয় ও প্রসূতি ওয়ার্ডে ভিজে স্যাঁতস্যাঁতে ভাব বন্ধ করা এবং দেয়ালের পলেস্তারা নতুন করে করতে বলা হয়েছে। চিকিৎসক কখন, কোন ওয়ার্ডে আসছেন এবং বেরে হচ্ছেন তা ডায়েরিতে লিখে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
সূত্র : সংবাদ প্রতিদিন
এইচআ/ আই.কে.জে
ভারত পশ্চিমবঙ্গ সেরা হাসপাতাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়
খবরটি শেয়ার করুন