সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভুল করে চুইংগাম গিলে ফেলেছেন, এখন উপায়!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফলের বীজ খেয়ে ফেললে পেটে গাছ জন্মাবে এমন কথা ছোটবেলায় অনেকেই শুনেছেন। পেটে চুইংগাম চলে গেলে তা দিনের পর দিন সেখানেই থেকে যাবে এমন কথাও খুবই প্রচলিত।

মুখের ফ্যাট কমানো থেকে শুরু করে মুখ ফ্রেশ রাখার সহজ উপায় হিসেবে অনেকেই চুইংগামের উপর ভরসা করেন। চিবানোর সময় অনেক সময় অসাবধানতাবশত কেউ কেউ চুইংগাম গিলে ফেলেন। কখনও ভেবেছেন চুইংগাম পেটে চলে গেলে কী হয়? 

শিশুদের চুইংগাম গিলে ফেলা থেকে বিরত রাখতে হবে। তবে ভুলবশত খেয়ে ফেললে চিন্তার কিছু নেই। এক সপ্তাহের মধ্যে এমনিতেই তা হজম হয়ে যায়। 

আরো পড়ুন : কোনটির স্বাস্থ্যগুণ বেশি? ফুলকপি না ব্রকোলি

বর্তমানে চুইংগাম তৈরিতে ব্যবহৃত হয় সিন্থেটিক পলিমার বা ইলাস্টোমার, রাবার জাতীয় পদার্থ। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) মতে, সিন্থেটিক পদার্থ বড় জোর এক সপ্তাহ পাকস্থলিতে থাকতে পারে। তারপর স্বাভাবিক প্রক্রিয়ায় দেহ থেকে বের হয়ে যায়। তবে চুইংগাম খাওয়া শরীরের জন্য ক্ষতিকর নয়- এ কথাটিও সত্য নয়। 

বিশেষজ্ঞদের মতে, বেশি পরিমাণে চুইংগাম খেলে পরিপাকতন্ত্রের কার্যক্রমে ব্যাঘাত তো ঘটাবেই, এমনকী শ্বাসকষ্টও হতে পারে। কখনও কখনও  হৃৎপিণ্ডেও চাপ পড়ে। 

এস/ আই. কে. জে/


চুইংগাম গিলে ফেলা ভুল করে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন