সম্প্রীতি বাংলাদেশ ও ব্যতিক্রম, গৌহাটির যৌথ উদ্যোগে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩
ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটির অসম সাহিত্য সভার রাধাগোবিন্দ বরুয়া সভাকক্ষে রোববার (২৬ নভেম্বর) সম্প্রীতি বাংলাদেশ এবং ব্যতিক্রম, গৌহাটির যৌথ উদ্যোগে 'ভারত-বাংলাদেশের সম্পর্ক একাত্তরের আলোকে' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা পীযূষ বন্দ্যোপাধ্যায়, সদস্য সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহুল আমিন, আসামের বিশিষ্ট শিক্ষাবিদ ড. উষারঞ্জন ভট্টাচার্য, অধ্যাপক অমল কান্তি রাহা এবং ড. তিমির দে।
অনুষ্ঠানে বক্তারা একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত এবং আসামবাসীর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং ঘনিষ্ঠ যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেন। এই দুই প্রতিবেশী দেশের মধ্যেকার বর্তমান সম্পর্ককে পৃথিবীর যে কোনো প্রতিবেশী দেশের জন্য তারা রোল মডেল হিসেবে আখ্যায়িত করেন।
এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য বক্তারা সম্প্রীতি বাংলাদেশ এবং ব্যতিক্রম, গৌহাটিকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি আয়োজনের মাধ্যমে বাংলাদেশ এবং আসামের সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং সমঝোতা আরো বৃদ্ধি পাবে। আসাম রাজ্যের বাসিন্দাদের সাথে বাংলাদেশের মানুষের যে ঐতিহাসিক যোগাযোগ তা একাত্তরে বাংলাদেশের শরণার্থীদের জন্য যেমন আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছিল, তেমনি ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে তা এই অঞ্চলের মানুষের বিকাশেও সহায়ক হবে।
আই. কে. জে/
খবরটি শেয়ার করুন
একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৪
সরকারি ভাতা পাচ্ছেন সানি লিওন!
🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৪
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাবো : আসিফ নজরুল
🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৪
মা-স্ত্রীসহ সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৪
শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৪