কানাডার শিখ নেতা হারদিপ সিং নিজ্জার। ছবি : সংগৃহীত
খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জারের মৃত্যুতে ভারতের সরকারের এজেন্টদের দায়ী করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি চেয়েছিলেন ফাইভ আইস জোটের সদস্যরা যৌথভাবে তদন্তের ফলাফল হিসেবে এ তথ্যই প্রকাশ করুক।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরো কিছু দেশ প্রকাশ্যে ভারতের নিন্দা জানাতে অনাগ্রহ প্রকাশ করেছেন।
ফাইভ আইস হলো অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি গোয়েন্দা জোট।
২০১৫ সালে কানাডার জাতীয়তা অর্জন করে নিজ্জার। নয়াদিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের কিছুদিন আগে নিজ্জারের কথিত হত্যাকাণ্ডের বিষয়ে আলোচনায় বসেন ফাইভ আইসের উর্ধ্বতন কর্মকতারা।
তবে শীর্ষ সম্মেলনের আগে নরেন্দ্র মোদীর সম্মানের কথা চিন্তা করেই এ বিষয়টিকে কেউ প্রকাশ্যে আনেননি।
ট্রুডো যখন এ হত্যাকাণ্ডকে ভারতের সাথে জড়াতে চেয়েছিলেন এবং প্রমাণ করতে চেয়েছিলেন যে ভারত আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে, তখন ফাইভ আইসের অন্যান্য কর্মকর্তারা এর বিরোধিতা করে এবং বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নেয়।
আরো পড়ুন: ভারত-কানাডা দ্বন্দ্ব, কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ
অন্যদিকে ১৯ সেপ্টেম্বর এক বক্তব্যে ট্রুডো বলেন, তিনি কখনোই ভারতের ক্ষতি চান না, তবে তিনি শুধু এইটুকুই চান যে ভারত যেন এ বিষয়ে স্থায়ী সমাধান গ্রহণ করে। তিনি শুধু চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন এ বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করেন।
গত সোমবার (১৮ সেপ্টেম্বর) হাউস অব কমন্সে বক্তব্যকালে ট্রুডো বলেন, কানাডিয়ান নিরাপত্তা সংস্থাগুলো নিজ্জারের হত্যাকাণ্ডের সাথে ভারত সরকারের এজেন্টদের যোগসূত্রের ব্যাপারে তদন্ত করছে।
এসকে/ এএম/
খবরটি শেয়ার করুন