রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষিকাকে পুনর্বহালে সময় দিল শিক্ষার্থীরা *** মোদির পর চীনে পুতিন *** প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি শিগগির, কমিটি গঠন *** চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে সংঘর্ষে ‘উসকানি’ দেওয়া উদয় কুসুমকে বিএনপি থেকে বহিষ্কার *** বাংলাদেশে খেলতে এসে কনটেন্ট বানাচ্ছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার *** এক বছরে ১২৩টি সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: আসিফ মাহমুদ *** বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময়ে পরিবর্তন *** এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় *** চীনে মোদির সঙ্গে বৈঠকে সি, সরাসরি ফ্লাইট, বাণিজ্য সম্পর্কসহ আলোচনায় যেসব বিষয়

২০৫০ সালে কেমন হবে বিশ্বের জনসংখ্যার চিত্র, বাংলাদেশ থাকবে কোথায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২০ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি জাতিসংঘ একটি প্রাক্কলন করেছে, যাতে দেখানো হয়েছে ২০৫০ সালে কেমন হবে বিশ্বের জনসংখ্যার চিত্র। সেখানে বাংলাদেশের অবস্থানই বা কেমন হবে তাও তুলে ধর হয়েছে। বিষয়টি নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে।

বিগত ১২ মাসে জনসংখ্যার বিচারে বিশ্ব দুটি মাইলফলক ছুঁয়েছে। প্রথমটি, ২০২২ সালের নভেম্বরে। সে সময় বিশ্বের জনসংখ্যা আনুষ্ঠানিকভাবে ৮০০ কোটিতে পৌঁছে। পরেরটা চলতি বছরের এপ্রিলে। সে মাসে ভারত চীনকে পেছনে ফেলে বিশ্বের জনবহুল দেশে পরিণত হয়।

জাতিসংঘের প্রাক্কলন অনুসারে, ২০৫০ সালের মধ্যে ভারত, চীন এবং নাইজেরিয়া হবে বিশ্বের শীর্ষ তিন জনবহুল দেশ। বর্তমানে ১৪৩ কোটি এবং ১৪২ কোটির বেশি জনসংখ্যা নিয়ে ভারত এবং চীন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকলেও নাইজেরিয়ার অবস্থান ষষ্ঠ। আগামী ২৭ বছরে দেশটি জনসংখ্যা পৌঁছবে ৩৭ কোটি ৭০ লাখে এবং দেশটি তৃতীয় অবস্থানে উঠে আসবে। যা বর্তমানে যুক্তরাষ্ট্রের দখলে।

এছাড়া, ২০৫০ সালে যুক্তরাষ্ট্রের অবস্থান নেমে আসবে চতুর্থতে। সে সময় দেশটির মোট জনসংখ্যা হবে সাড়ে ৩৭ কোটির বেশি। ৩৬ কোটি ৭০ লাখের বেশি জনসংখ্যা নিয়ে পঞ্চম অবস্থানে থাকবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ষষ্ঠ অবস্থানে থাকবে এশিয়ারই আরেক দেশ ইন্দোনেশিয়া। ২০৫০ সালে দেশটির জনসংখ্যা হবে ৩১ কোটি ৭০ লাখ।

তালিকার সপ্তম দেশ হবে ব্রাজিল। ২০৫০ সালে দেশটির জনসংখ্যা হবে ২৩ কোটি। ২১ কোটি ৭০ লাখ জনসংখ্যা নিয়ে অষ্টম অবস্থানে থাকবে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো। তালিকায় নবম অবস্থানে থাকবে ইথিওপিয়া। দেশটির জনসংখ্যা হবে ২১ কোটি ৪০ লাখ।

আরো পড়ুন:রুপিতে বাণিজ্যের যুগে প্রবেশ করলো বাংলাদেশ

২০৫০ সালে জনসংখ্যার দিক থেকে শীর্ষ ১০ এর শেষ দেশ তথা দশম দেশটি হলো বাংলাদেশ। ২৭ বছর পর বাংলাদেশের মোট জনসংখ্যা পেরিয়ে যাবে ২০ কোটির ঘর। জাতিসংঘের প্রাক্কলন অনুসারে সে বছর বাংলাদেশের জনসংখ্যা হবে ২০ কোটি ৩০ লাখ।

মজার ব্যাপার হলো, ২০৫০ সালে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ১ হাজার কোটির কাছাকাছি পৌঁছাবে। সেবছর বিশ্বের মোট জনসংখ্যা ৯৭০ কোটি।

এম/


বিশ্ব জনসংখ্যা বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন