বুধবার, ১৪ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাহরানে প্রবাসীর বাসায় অনেক পোস্টাল ব্যালট, ব্যবস্থা চায় বিএনপি *** অভ্যুত্থানের পর দেশে আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী *** পাকিস্তানের ‘দরদ’ দেখানোর প্রয়োজন নেই, বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে হামিন *** চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা *** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে *** শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই *** বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান *** ইরানের সরকার স্বীকার করল নিহত ২০০০—বেসরকারি সূত্রমতে ১২০০০

লবণের দাম চড়া, বিপাকে চামড়া ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

চামড়ার দাম কমলেও বেড়েছে লবণের দাম। বিপাকে চামড়া ব্যবসায়ীরা। কোরবানির পশুর চামড়া কিনে লোকসানের শঙ্কায় তারা। 

দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথ। কোরবানির ঈদ ঘিরে ধোয়ামোছাসহ আড়তগুলোকে প্রস্তুত রেখেছেন আড়তদার ও শ্রমিক-কর্মচারীরা। 

গত দুই মৌসুমে নগদে বেচাকেনা হলেও ঢাকার ট্যানারি মালিকদের কাছে এখনও বকেয়া প্রায় ৭০ কোটি টাকা। তারপরও ধারদেনা করে চামড়া কিনতে প্রস্তুত পুঁজি হারানো অনেকেই। তবে শেষ সময়ে চামড়া সংরক্ষণের প্রধান অনুষঙ্গ লবণের অস্বাভাবিক দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা।

আড়তদার ও ব্যবসায়ীরা জানান, লবণের দাম বেশি হওয়ার কারণে এবছর ক্ষতির আশঙ্কা করছি। গতবছর দর ছিল ৭০০-৭৫০, এবার চলছে ১২০০-১২৫০ টাকা। ২০১৪ সাল থেকে ঢাকার ট্যানারি মালিকরা চামড়া নিয়ে গেছে, কেউ টাকা দেয়নি। এবার আশা করছি, ৫ থেকে ৬ লাখ গরুর চামড়া এবং ৮-১০ লাখ ছাগলের চামড়া আমদানি হবে।

চামড়া পাচাররোধে ভ্রাম্যমাণ আদালতসহ কঠোর নজরদারি করবে প্রশাসন। নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভুইয়া বলেন, “চামড়া পাচারের বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। মোবাইল কোর্ট থেকে শুরু করে সকল ধরনের পুলিশী টহল থাকবে।”

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট। লবণের দাম বাড়ায় হতাশ এখানকার ছোট-বড় ৩ শতাধিক আড়তদারসহ মৌসুমী ব্যবসায়ীরা। 

ব্যবসায়ীরা জানান, চামড়া থেকে লবণের দাম বেশি। ছোট চামড়ায় ৫ কেজি ও বড় চামড়ায় ১০ কেজি লবণ লাগে। লবণের এতো দাম হয়েছে যে চামড়া বাঁচানো দায় হয়ে যাচ্ছে।

আরো পড়ুন: চামড়ার দাম ৮ টাকা বাড়ানোর প্রস্তাব

যশোর লবণ আড়তদার ইমরান হাসান পাপ্পু বলেন, “কোরবানী আসলেই কক্সবাজারের সিন্ডিকেটরা লবণের দাম বাড়িয়ে দেয়।”

বৃহত্তর যশোর চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুকুল বলেন, “এবছর যে গরম তাতে কাঁচা চামড়া সংরক্ষণ করতে হলে সময় মতো লবণ দিতে হবে।”

যশোর জেলা প্রশাসক বলেন, “পশুর হাটেই যাতে লবণ কেনাবেচার ব্যবস্থা থাকে, সেটির ব্যবস্থা করা হবে।”

লবণের দাম বাড়ার পেছনে দায়ী ব্যবসায়ীদের সিন্ডিকেট দমনের দাবি সবার। 

এসি/ আইকেজে /




লবণ চামড়া ব্যবসায়ী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250