ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে মেয়াদহীন সেমাই মজুতসহ ক্ষতিকারক রং ব্যবহার করে পণ্য উৎপাদনের দায়ে সদরের তেওয়ারীগঞ্জ বাজারে আব্দুল্লাহ বিস্কুট হাউজের মালিক বাবুল মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাজার তদারকির অভিযানের মাধ্যমে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা ও ক্ষতিকারক রং জনসম্মুখে নষ্ট করা হয়।
মঙ্গলবার (১১ই মার্চ) রাতে পবিত্র রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে সদরের তেওয়ারীগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন, নিরাপদ খাদ্য বিভাগ ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভি দাশ।
এ ছাড়া সদরের জকসিন বাজার ও ভবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধার্যকৃতের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং ক্রয়কৃত পণ্যের মূল্য রশিদ সংরক্ষণ না করার অপরাধে ১০ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
রাতে জেলা প্রশাসক ও সদর উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে অভিযানের তথ্য প্রকাশ করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ওআ/এইচ.এস
খবরটি শেয়ার করুন