বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

সেমাই উৎপাদনে ক্ষতিকারক রং, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ১২ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে মেয়াদহীন সেমাই মজুতসহ ক্ষতিকারক রং ব্যবহার করে পণ্য উৎপাদনের দায়ে সদরের তেওয়ারীগঞ্জ বাজারে আব্দুল্লাহ বিস্কুট হাউজের মালিক বাবুল মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাজার তদারকির অভিযানের মাধ্যমে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা ও ক্ষতিকারক রং জনসম্মুখে নষ্ট করা হয়।

মঙ্গলবার (১১ই মার্চ) রাতে পবিত্র রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে সদরের তেওয়ারীগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন, নিরাপদ খাদ্য বিভাগ ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভি দাশ।

এ ছাড়া সদরের জকসিন বাজার ও ভবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধার্যকৃতের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং ক্রয়কৃত পণ্যের মূল্য রশিদ সংরক্ষণ না করার অপরাধে ১০ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

রাতে জেলা প্রশাসক ও সদর উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে অভিযানের তথ্য প্রকাশ করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ওআ/এইচ.এস

জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250