শনিবার, ১৫ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অ‌গ্নিঝরা মার্চ

সারা পৃথিবী পাকিস্তানকে ভর্ৎসনা করছে: সানডে টাইমস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৫

#

একাত্তরের ১৬ই ডিসেম্বর বিজয়ের আগেই লন্ডনের ‘দ্য সানডে টাইমস’ পত্রিকা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি এবং বহির্জগৎ থেকে কোনো বাধা ছাড়া বাংলাদেশ সহজে মুক্তিযুদ্ধে জয়ী হবে বলে মন্তব্য করেছিল। এছাড়াও রাজনৈতিক সমাধানে অস্বীকৃতি জানাবার জন্য সারা পৃথিবী পাকিস্তানকে ভর্ৎসনা করছে বলেও এর সম্পাদকীয়তে বলা হয়। 

‘বহির্জগৎ থেকে কোনো বাধা ব্যতিরকে সহজে যুদ্ধে জয়ী হয়ে স্বাধীন পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) সৃষ্টি হবে। তবে এতে করে আরো বিভাজন এবং বিশৃঙ্খলা বাড়বে, আরো সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হবে।’ একাত্তরের ৫ই ডিসেম্বর লন্ডন থেকে প্রকাশিত ‘দ্য সানডে টাইমস’ এর সম্পাদকীয়তে এ রকম মন্তব্য করে বলা হয়, ‘বর্তমানে যা প্রথমে জরুরি, তা হলো যুদ্ধ বন্ধ করা।’

‘স্টপ দ্য স্লোটার’ (হত্যা করা বন্ধ কর) শীর্ষক এই সম্পাদকীয়তে ব্রিটেনকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানানো হয়। তা না হলে ভবিষ্যতে সরাসরি নয়াদিল্লি ও ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অন্য কেউ থাকবে না বলে উল্লেখ করা হয়।

পূর্ব পাকিস্তানে পাক হানাদার বাহিনীর নৃশংসতার সমালোচনা করে সম্পাদকীয়তে বলা হয়, পূর্ব পাকিস্তানে নির্বাচিত প্রতিনিধিকে নিপীড়ন, সামরিক বাহিনীর অত্যাচার এবং পাকিস্তানের রাজনৈতিক সমাধানে অস্বীকৃতি জানাবার জন্য সারা পৃথিবী পাকিস্তানকে ভর্ৎসনা করছে।

সম্পাদকীয়তে বলা হয়, পাকিস্তান থেকে আগত অসংখ্য উদ্বাস্তুর যে ভার ভারত বহন করছে, তার জন্য সারা পৃথিবী ভারতকে সহানুভূতি জানিয়েছে। সেই সহানুভূতির কিছু অংশ ভারতকে পূর্ব পাকিস্তানে খোলাখুলিভাবে শক্তি প্রয়োগের প্রশ্নবোধক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। সেই অজুহাতে ভারত বর্হিজগৎ থেকে কোনো বাধা ব্যতিরকে সহজে যুদ্ধে জয়ী হয়ে স্বাধীন পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) সৃষ্টি করবে।

কেসি/এইচ.এস

অ‌গ্নিঝরা মার্চ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন