শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

অ‌গ্নিঝরা মার্চ

সারা পৃথিবী পাকিস্তানকে ভর্ৎসনা করছে: সানডে টাইমস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৫

#

একাত্তরের ১৬ই ডিসেম্বর বিজয়ের আগেই লন্ডনের ‘দ্য সানডে টাইমস’ পত্রিকা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি এবং বহির্জগৎ থেকে কোনো বাধা ছাড়া বাংলাদেশ সহজে মুক্তিযুদ্ধে জয়ী হবে বলে মন্তব্য করেছিল। এছাড়াও রাজনৈতিক সমাধানে অস্বীকৃতি জানাবার জন্য সারা পৃথিবী পাকিস্তানকে ভর্ৎসনা করছে বলেও এর সম্পাদকীয়তে বলা হয়। 

‘বহির্জগৎ থেকে কোনো বাধা ব্যতিরকে সহজে যুদ্ধে জয়ী হয়ে স্বাধীন পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) সৃষ্টি হবে। তবে এতে করে আরো বিভাজন এবং বিশৃঙ্খলা বাড়বে, আরো সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হবে।’ একাত্তরের ৫ই ডিসেম্বর লন্ডন থেকে প্রকাশিত ‘দ্য সানডে টাইমস’ এর সম্পাদকীয়তে এ রকম মন্তব্য করে বলা হয়, ‘বর্তমানে যা প্রথমে জরুরি, তা হলো যুদ্ধ বন্ধ করা।’

‘স্টপ দ্য স্লোটার’ (হত্যা করা বন্ধ কর) শীর্ষক এই সম্পাদকীয়তে ব্রিটেনকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানানো হয়। তা না হলে ভবিষ্যতে সরাসরি নয়াদিল্লি ও ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অন্য কেউ থাকবে না বলে উল্লেখ করা হয়।

পূর্ব পাকিস্তানে পাক হানাদার বাহিনীর নৃশংসতার সমালোচনা করে সম্পাদকীয়তে বলা হয়, পূর্ব পাকিস্তানে নির্বাচিত প্রতিনিধিকে নিপীড়ন, সামরিক বাহিনীর অত্যাচার এবং পাকিস্তানের রাজনৈতিক সমাধানে অস্বীকৃতি জানাবার জন্য সারা পৃথিবী পাকিস্তানকে ভর্ৎসনা করছে।

সম্পাদকীয়তে বলা হয়, পাকিস্তান থেকে আগত অসংখ্য উদ্বাস্তুর যে ভার ভারত বহন করছে, তার জন্য সারা পৃথিবী ভারতকে সহানুভূতি জানিয়েছে। সেই সহানুভূতির কিছু অংশ ভারতকে পূর্ব পাকিস্তানে খোলাখুলিভাবে শক্তি প্রয়োগের প্রশ্নবোধক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। সেই অজুহাতে ভারত বর্হিজগৎ থেকে কোনো বাধা ব্যতিরকে সহজে যুদ্ধে জয়ী হয়ে স্বাধীন পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) সৃষ্টি করবে।

কেসি/এইচ.এস

অ‌গ্নিঝরা মার্চ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250