রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নাশতা খেতে গিয়ে বিপাকে কোহলি!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ১৩ বছর পর বিশ্বকাপের শিরোপা জয়। বিশ্বজয়ী ক্রিকেটারদের বরণ করে নিতে প্রস্তুত ভারতীয়রা। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে দল আটকে আছে বাবার্ডোজে।

একে তো দেশে ফেরা যাচ্ছে না, তার ওপর বিশ্বকাপ জয়ের পরও দিন দুয়েক পছন্দমতো খাবার পাচ্ছিলেন না বিরাট কোহলি। হ্যারিকেনের কারণে চাহিদামতো ব্যবস্থা করতে পারেনি বার্বাডোজের হোটেল কর্তৃপক্ষ।

বন্দিজীবনের এক সকালে নাশতায় পাউরুটি খেতে দেওয়া হয় ভারতীয় দলকে। সেই পাউরুটি সেঁকতে (গরম) গিয়ে বিপাকে পড়েন বিরাট কোহলি। পরিস্থিত বিবেচনায় হোটেলে অবস্থান করা সকল অতিথিদের জন্য একই সঙ্গে নাস্তার ব্যবস্থা করে হোটেল কর্তৃপক্ষ।

ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে নাশতা সারেন হোটেলে অবস্থান করা অন্য অতিথিরাও। স্বাভাবিকভাবে নিজের খাবার প্রস্তুত করে নিতে হয় কোহলিকেও। হোটেলের টোস্টারে পাউরুটি (গরম) সেঁকতে গিয়ে ঝামেলায় পড়েন তিনি।

টোস্টারে পাউরুটি দেওয়ার পর কী করতে হয় তা জানা ছিল না তার। কী করতে হবে তাও বুঝতে পারছিলেন না তিনি। টোস্টারের চারপাশ দেখে বোঝার চেষ্টা করছিলেন তার কী করা উচিত।

কিছুটা হতভম্ব দেখা যায় তাকে। পরে অন্য এক অতিথি কোহলিকে দেখিয়ে দেন কী করে টোস্টার ব্যবহার করতে হয়। তার পরামর্শে নিজেই পাউরুটি সেঁকে নেন তিনি।

আরো পড়ুন : আটকে পড়া ভারতীয় দল দেশে ফিরছে বিশেষ বিমানে

গত ১লা জুলাই সকালে নাশতা সারতে গিয়ে বিপাকে পড়া কোহলির ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে মজার মজার কমেন্টস করছেন কোহলি ভক্তরা।

ভারতের এক মাত্র ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তিনটি ট্রফি জেতার রেকর্ড রয়েছে বিরাট কোহলির। ২০১১ সালে ওয়ানডে, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার জিতলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসির তিন বৈশ্বিক আসরের ট্রফির সঙ্গে রয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের রেকর্ড। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব ও সুপার এইটের ৭ ম্যাচে ৭৫ বলে করেছিলেন ৭৫ রান।

তবে ফাইনালে খেলেন ম্যাচজয়ী ইনিংস। এতে ফাইনালে জেতেন ম্যাচসেরার পুরস্কার। শনিবার (২৯শে জুন) দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জেতে ভারত।

প্রাকৃতিক দুর্যোগে আটকে থাকার পর বৃহস্পতিবার (৪ঠা জুলাই) ট্রফি নিয়ে দেশে ফিরেছে ভারতীয় বিশ্বকাপজয়ী দল।

এস/ আই.কে.জে

বিরাট কোহলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন