সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল-কলেজ পুরোদমে খুলছে রোববার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩০ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে চালু হচ্ছে রোববার (১৮ই আগস্ট)। একই দিনে খুলছে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও। স্কুল, কলেজ, মাদরাসায় যথারীতি ক্লাস হওয়া নিয়ে কোনো সংশয় নেই৷ তবে দেশের পরিবর্তিত পরিস্থিতি ও প্রাশাসনিক শূন্যতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ শিক্ষার্থীদের নানান দাবি-দাওয়া এবং নতুন উপাচার্য ও উপ-উপাচার্য কারা হচ্ছেন, তা নিয়েও সতর্ক শিক্ষকরা। 

জানা গেছে, গত ১৫ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় রোববার থেকে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানায়।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনে ১লা জুলাই থেকে বন্ধ হয়ে যায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস-পরীক্ষা। আর কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে কার্যত অচল হয়ে পড়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর ছাত্র-জনতার আন্দোলনে ৫ই আগস্ট সরকার পতনের পর ৭ই আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানায় আইএসপিআর।

তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সবার মধ্যেই ছিল গা-ছাড়া ভাব।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, গত ৭ই আগস্ট থেকে অনেক প্রতিষ্ঠানে ক্লাস হচ্ছিল। তবে উপস্থিতি কম ছিল। অনেকের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তার শঙ্কা ছিল। পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হয়ে আসায় রোববার থেকে স্কুল-কলেজে যথারীতি ক্লাস হবে।

আই.কে.জে/

স্কুল-কলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন