ফাইল ছবি
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ঈদের আগের তিন দিন ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে।
রোববার (৭ই এপ্রিল) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৬০০ টাকা কেজি গরুর মাংস বিক্রি শুরু হয়। আজ মঙ্গলবার (৯ই এপ্রিল) পর্যন্ত এই কার্যক্রম চলবে।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবীর জানান, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের বিশেষ আগ্রহে স্বল্প আয়ের মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে শনিবার যশোরে প্রতি কেজি গরুর মাংস ৩৯০ টাকায় বিক্রি করা হয়। মধ্যবিত্তের মাংসের বাজার শিরোনামে ৫০০ পরিবারের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা।
ওআ/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন