সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে *** ১০ বছর পালিয়ে থাকার পর লেবাননের গায়ক ফাদেল শাকেরের আত্মসমর্পণ *** কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী কারাগারে *** বছরে ২ কোটি টাকার নৌকা বিক্রি হয় যে গ্রামে *** প্রবারণা পূর্ণিমা আজ *** গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প *** গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ আজ, কাল নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে *** জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের *** অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুর বিভাগে ৩০ লাখ টিকা সরবরাহ করবে এলআরআই *** ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ

শীতের সবজি চাষ করে ঘুরে দাঁড়াতে চান গোমতী চরের কৃষকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০০ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বন্যায় সব হারানো কুমিল্লার গোমতী চরের কৃষকরা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। বিশেষ করে শীত মৌসুমকে সামনে রেখে নানা রকম সবজি চাষ করে ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। 

বুড়িচং এলাকার ষোলনল, গোবিন্দপুর, গোসাইপুর কিং বাজেহুড়া ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে শীতের সবজি রোপণ ও মাটি চাষে কৃষকদের ব্যস্ত সময় কাটছে। কেউ ট্রাক্টর দিয়ে মাটি চাষ দিচ্ছেন, কেউ কোদাল দিয়ে মাটি ঝুরঝুরে করছেন। এসব জমিতে সারি সারি করে শীতকালীন সবজি ফুলকপি, বাঁধা কপি, মুলা, করলা, চিচিঙ্গা, টমেটো, পালংশাক, ডাটা শাক ও লালশাক রোপণ করা হয়েছে। ইতোমধ্যে অনেকের শাক-সবজির চারা গজিয়েছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায় গোমতীর চরের ৩ হাজার হেক্টর জমিতে ফসল আবাদ করে অনেকেই জীবিকা নির্বাহ করেন। তবে এবারের আকস্মিক বন্যায় তাদের প্রচুর জমির ফসল নষ্ট হয়ে যায়। ঘরে থাকা ধান-চালের বস্তাও সরানো যায়নি।

গোবিন্দপুর এলাকার কৃষক হাবিবুর রহমান বলেন, গত কয়েক মাস বাজারে সবজির চড়া দাম। বন্যা বা অতিবৃষ্টি না হলে এ সময় আমাদের উৎপাদিত সবজি বাজারে যেতো এবং আমরা আর্থিক ভাবে লাভবান হতাম। এতে ক্রেতা-বিক্রেতারাও কিছুটা সুবিধা পেতেন। নতুন চাষ করা ফসল বাজারে যেতে আরও ২৫-৩০ দিন লাগতে পারে। 

জগৎপুর গ্রামের কৃষক আবুল হাশেম বললেন- অতিরিক্ত খরচ করে সবজি চাষ করতে হচ্ছে। আগামীতে ফলন এলে সবজির দামে তা প্রভাব ফেলবে বলে তার ধারণা।

আরও পড়ুন: মাছ কেটে ও আঁশ বিক্রি করে সাবলম্বী

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, গোমতীর তীরবর্তী এলাকাগুলোতে এবার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে। বুড়িচংয়ের ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে উপজেলা কৃষি সম্প্রারণ বিভাগ থেকে বীজসহ আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন সার ও কীটনাশক সরবরাহ করা হবে বলে জানান তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক আইয়ূব মাহমুদ বলেন- বন্যার পানি নেমে গেলেও কিছু জমির মাটি এখনও চাষ উপযোগী হয়নি। বিশেষ করে নিচু জমির মালিকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যে চরের কৃষকরা শীতের সবজি চাষের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা তাদের মধ্যে

বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেছি। তাদের যেকোনো প্রয়োজনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। 

এসি/ আইকেজে

শীতের সবজি চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250