ফাইল ছবি (সংগৃহীত)
বছরে ২৫ হাজার টন সুগন্ধি (বাসমতি) চাল রপ্তানি করতে চায় খাদ্য মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ে সুগন্ধি চালের রপ্তানিমূল্য ও রপ্তানির পরিমাণ নির্ধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। এরই মধ্যে চাল রপ্তানির অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
তথ্যমতে, ছয় মাসের মধ্যে এ–সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে রপ্তানিকারকদের সময়সীমা বেঁধে দেওয়ার সুপারিশ করা হয়েছে চিঠিতে। এ ক্ষেত্রে সুগন্ধি চালের সর্বনিম্ন রপ্তানিমূল্য প্রতি কেজি ১ দশমিক ৬ মার্কিন ডলার নির্ধারণের সুপারিশ করা হয়েছে। তবে অংশীজনেরা চাল রপ্তানির পরিমাণ ৫০ হাজার টন ও প্রতি কেজির মূল্য ১ দশমিক ৩০ ডলার করার পরামর্শ দিয়েছেন।
বাজার স্থিতিশীল রাখার স্বার্থে খাদ্য মন্ত্রণালয় ২০২২ সালের ৯ই ফেব্রুয়ারি সুগন্ধিসহ সব ধরনের চাল রপ্তানি বন্ধ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করে। সেই প্রেক্ষাপটে তখন সুগন্ধি চাল রপ্তানি বন্ধ হয়ে যায়।
পরবর্তী সময়ে ২০২৩ সালের ৮ই অক্টোবর অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায়ও দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি বিবেচনায় রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করা হয়।
গত ২২শে জানুয়ারি অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত ৬ (খ) অনুযায়ী, সুগন্ধি চালের দেশীয় উৎপাদন, সরবরাহ ও চাহিদাকে বিবেচনা করে বাসমতী চালের দেশীয় মূল্যের ২–৩ গুণ বেশি রপ্তানি মূল্যে যৌক্তিক পরিমাণ সুগন্ধি চাল রপ্তানির বিষয়ে খাদ্য মন্ত্রণালয় এ সুপারিশ করেছে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন