বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা *** আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ *** ‘দুটি সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে—একটা যুব, আরেকটা মায়েদের’ *** রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি

মসজিদের দৌড় প্রতিযোগিতায় বাদ নারীরা, ‘অগ্রহণযোগ্য’ বললেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রিটেনের কমিউনিটি বিষয়ক মন্ত্রী স্টিভ রিড বলেছেন, লন্ডনের এক পার্কে মসজিদ কর্তৃক আয়োজিত দাতব্য দৌড় প্রতিযোগিতা থেকে নারীদের বাদ দেওয়া ‘একেবারেই অগ্রহণযোগ্য’। খবর এএফপির।

গত রোববার (১২ই অক্টোবর) পূর্ব লন্ডন মসজিদ তাদের বার্ষিক তহবিল সংগ্রহে পাঁচ কিলোমিটার দৌড়ের আয়োজন করে, যা বিজ্ঞাপনে ‘অন্তর্ভুক্তিমূলক’ এবং ‘সব বয়স ও সক্ষমতার দৌড়বিদ ও সমর্থকদের জন্য’ বলা হয়েছিল।

কিন্তু শর্তে উল্লেখ করা হয়, দৌড়ে অংশ নিতে পারবেন শুধু ‘সব বয়সের পুরুষ, ছেলে শিশু এবং ১২ বছরের নিচের মেয়েরা’।

মেইল অন সানডের প্রতিবেদনে এই নারীবর্জিত নিয়ম প্রকাশ পাওয়ার পর সমালোচনার ঝড় ওঠে এবং আইন লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য ইক্যুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশনকে (ইএইচআরসি) তদন্তের আহ্বান জানানো হয়।

স্টিভ রিড এলবিসি রেডিওকে বলেন, ‘আমি অন্যদের মতোই হতবাক। এটি একেবারেই অগ্রহণযোগ্য যে নারীদের কোনো মজার দৌড়ে অংশ নিতে বাধা দেওয়া হবে, অথচ পুরুষদের অনুমতি দেওয়া হবে।’

তিনি জানান, ইএইচআরসি বিষয়টি আইন বা নিয়ম লঙ্ঘন কিনা তা নির্ধারণ করবে এবং প্রয়োজনে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেওয়া হতে পারে। তবে ইএইচআরসি এখনও নিশ্চিত করেনি যে তারা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে কি না।

ব্রিটেনের ২০১০ সালের সমতা আইন অনুযায়ী, লিঙ্গ, ধর্ম, অক্ষমতা বা অন্য কোনো সংরক্ষিত বৈশিষ্ট্যের ভিত্তিতে বৈষম্য করা নিষিদ্ধ। তবে কিছু ব্যতিক্রম রয়েছে—যেমন যেখানে কোনো ক্রীড়া কার্যক্রম ‘লিঙ্গ দ্বারা প্রভাবিত’ হয়, সেখানে আইনসম্মতভাবে পুরুষ-নারী আলাদা প্রতিযোগিতার আয়োজন করা যায়।

পূর্ব লন্ডন মসজিদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা নারীদের ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করি। আমাদের সম্প্রদায়ের চাহিদা শোনার ও সবার জন্য কার্যক্রম নিশ্চিত করার প্রতিশ্রুতি অটুট।’

ওই পার্কের মালিক এবং দাতব্য কার্যক্রমে ব্যবহার অনুমতি দেওয়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিল জানিয়েছে, ‘অংশগ্রহণে এই সীমাবদ্ধতার বিষয়ে জরুরি ব্যাখ্যা চাইতে’ তারা মসজিদের সঙ্গে যোগাযোগ করেছে।

জে.এস/

দৌড় প্রতিযোগিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250