বৃহঃস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

১৬০ টাকায় গরুর মাংস-আলু মিক্স বিক্রি করে সাড়া ফেলেছে স্বপ্ন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতির বিশেষ এই মুহূর্তে যেখানে নিরামিষ তথা শাকসবজি কিনতে হিমসিম খাচ্ছে সাধারণ মানুষ, সেখানে ১৬০ টাকায় গরুর মাংস বিক্রি করে মধ্যম আয়ের গ্রাহকদের মনে আশা জাগিয়েছে সুপার শপ ‘স্বপ্ন’। ফলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রশংসায় ভাসছে দেশের এই বৃহৎ চেইন সুপারশপ।

গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ঢাকা, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার জোনের নির্দিষ্ট আউটলেটে এই অফারটি থাকার কথা থাকলেও অফারটি ১০ নভেম্বর পর্যন্ত চলবে।

স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির গণমাধ্যমকে বলেন, আমরা ১৬০ টাকার এই গরুর মাংসের অফারটি আপাতত পরীক্ষামূলকভাবে এনেছি। তবে অফারটি মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মধ্যবিত্ত পরিবারগুলোর প্রোটিনের যোগান দিতে মূলত আমাদের এই উদ্ভাবনী পদক্ষেপ। আমরা গ্রাহকদের জন্য ভবিষ্যতে এমন আরও অফার নিয়ে আসবো।

তিনি বলেন, ১৬০ টাকায় গরুর মাংসের এই অফারটি আমরা সীমিত পরিসরে এনেও যে ব্যপক সাড়া পেয়েছি তা আমাদের অনুপ্রাণিত করেছে। তবে প্রোডাক্টটি একদম নতুন কনসেপ্ট হবার কারণে আমাদের সকল কর্মীদের এটির প্রসেসিংয়ে দক্ষ করে গড়ে তোলার জন্য একটু সময় লাগছে। অল্প সময়ের মাঝেই আমরা সারাদেশের সকল আউটলেটে একযোগে এই অফারটি নিয়ে আসবো।

‘স্বপ্ন’ কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট পরিবারের কেনার সুবিধার্থে গরুর মাংসের সঙ্গে আলুসহ কম্বো প্যাক করা হয়েছে। যেখানে কম্বো প্যাকটির নাম গরুর মাংস-আলু মিক্স (স্মল)। ছোট এই প্যাকে থাকছে গরুর মাংস ২০০ গ্রাম ও আলু ১০০ গ্রাম (১০ পিস গরুর মাংসের সঙ্গে ১০ পিস আলু), যার বিক্রয়মূল্য ধরা হয়েছে মাত্র ১৬০ টাকা।

আরেকটি প্যাকে থাকছে গরুর মাংস-আলু মিক্স (লার্জ), বড় এই প্যাকে ৩৭৫ গ্রাম মাংসের সঙ্গে ২০০ গ্রাম আলু থাকবে, যার বিক্রয়মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা।

মূলত, একটি পরিবারের এক বা দু’বেলার মাংস-ভাতের আয়োজনে ক্রেতাদের জন্য সুবিধাজনক এই প্যাক এনেছে ‘স্বপ্ন’।

ওআ/ আই.কে.জে/

গরুর মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন