বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন চমক নিয়ে আসছেন রাশমিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। এবার ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে ফার্স্টলুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। 

মঙ্গলবার (২১শে জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘ছাভা’ সিনেমায় রাশমিকার প্রথম লুক। এতে তাকে মারাঠি রানির ভূমিকায় বেশ মানিয়েছে।

রাশমিকার সঙ্গে এই সিনেমায় শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। তারই স্ত্রী রানি যশুবাইয়ের ভূমিকায় রাশমিকা। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ভিকির ‘ছত্রপতি’ লুক। ইতিহাসের পাতায় দর্শকদের পৌঁছে দিয়েছে তার রূপ। এবার সামনে পর্দার যশুবাই। বুধবারই মুক্তি পাবে সিনেমার ট্রেলার। কিন্তু তার আগেই রাশমিকার রূপ উত্তেজনা ছড়িয়েছে। 

আরও পড়ুন: আদানির ছেলের বিয়েতে পারফর্ম করবেন টেলর সুইফট!

পোস্টারে দেখা গিয়েছে, মারাঠি ট্র্যাডিশনাল শাড়িতে রাশমিকা। মাথায় ঘোমটা। কপালে বড় লাল টিপ। একটি ছবিতে হাসিমুখ এবং অপরটিতে গম্ভীর আগুনে দৃষ্টিতে তাকিয়ে যশুবাই।

শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ বইয়ের কাহিনি অবলম্বনে তৈরি হওয়া সিনেমাটি মুক্তি পাবে বিশ্ব ভালোবাসা দিবসে। অর্থাৎ আগামী ১৪ই ফেব্রুয়ারি। 

এসি/ আই.কে.জে /


রাশমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন