রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১৫ই মার্চ, প্রার্থী ১৮ লাখ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ফাইল ছবি

এবার পবিত্র রমজানে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। 

শুক্রবার (১৫ই মার্চ) দেশের সব বিভাগীয় শহরের কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে এবার আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী। এই নিবন্ধনের মাধ্যমে চাকরিপ্রত্যাশীরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

এনটিআরসিএ’র তথ্যানুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম গণমাধ্যমকে বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষার সব প্রস্তুতি শেষ পর্যায়ে। আশা করি সুষ্ঠুভাবে প্রার্থীরা পরীক্ষা দেবেন। পরীক্ষা শেষে দ্রুত ফল প্রকাশের চেষ্টা করবো আমরা।

পরীক্ষার সময় ও নম্বর

শুক্রবার প্রার্থীদের ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় থাকবে এক ঘণ্টা। মোট ১০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর ৪০।

আরও পড়ুন: পেট্রোবাংলায় চাকরি, ১৮টি পদে নেবে ৬৭০ জন

পরীক্ষার্থীর জন্য নির্দেশনা

প্রার্থীর কেন্দ্রের নাম পরীক্ষার প্রবেশপত্রে উল্লেখ থাকবে। পরীক্ষার হলে কালো বলপয়েন্ট কলম সঙ্গে আনতে হবে। কোনো ধরনের মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা ইলেকট্রিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

গত বছরের ৯ই নভেম্বর সকাল ৯টা থেকে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীরা আবেদন করা শুরু করেন। আবেদন শেষ হয় ৩০শে নভেম্বর। আবেদনকারী যোগ্য প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ। ২০১৫ সালের আগ পর্যন্ত এনটিআরসিএ শুধু সনদ দিতো। সনদের ভিত্তিতে নিয়োগ দিতো শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি।

এসকে/ 

শিক্ষক নিবন্ধন চাকরিপ্রত্যাশী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250