শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, জরিমানা ১৪ হাজার টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ১লা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির অপরাধে ফরিদপুরে তিন ফার্মেসিকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শহরের মুজিব সড়কের বেশ কয়েকটি ফার্মেসিতে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তিনটি ফার্মেসিকে এই জরিমানা করা হয়।  

অভিযানে তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকা, ভেজাল ওষুধ বিক্রি, এন্টিবায়োটিক ওষুধের রেজিস্টার না মানাসহ বেশ কয়েকটি অপরাধের প্রমাণ পায় আদালত। বারাক মডেল ফার্মেসিকে ১০ হাজার, বিশ্বাস ফার্মেসিকে দুই হাজার এবং কাজী মেডিকেলকে দুই হাজারসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরো পড়ুন: দেশের প্রথম রোবটিক সার্জারি চালু হচ্ছে রংপুরে

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ গণমাধ্যমকে বলেন, ওষুধের মেয়াদ শেষ হওয়ার একমাস আগেই সেসব ওষুধ ফার্মেসি থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু ওই তিনটি ফার্মেসিতে নিয়ম মানা হয়নি।

তিনি আরও বলেন, ১৯৮২ সালের ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশের বিভিন্ন ধারায় এসব জরিমানা আদায় করা হয়। 

এইচআ/ আই.কে.জে/

জরিমানা মেয়াদোত্তীর্ণ ওষুধ

খবরটি শেয়ার করুন