মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি

ভারতে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত এনেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ২৪ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ফেরত এনেছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৩শে মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর ওই বাংলাদেশিদের ফেরত আনা হয়।

বাংলাদেশি ওই ২৪ ব্যক্তি কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়েছিলেন। এরপর দেশে ফেরার সময় বিএসএফ তাদেরকে আটক করে। তারা ঠিক কত দিন আগে কাজের জন্য ভারতে গিয়েছিলেন, সে ব্যাপারে নিশ্চিত করা হয়নি।

গতকাল বিজিবি-বিএসএফের ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আটক বাংলাদেশিদের আনুষ্ঠানিকভাবে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি। ওই ২৪ জনের মধ্যে পুরুষ ৮ জন, ৮ জন নারী ও আট শিশুও ছিল।

গতকাল পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে ভারতীয় ৩নং বিএসএফ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন। বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, বালাতাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন, বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবির ১০ জন সদস্য ও বিএসএফের ১০ জন সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মেজর হাসনাইন জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত আনা হয়েছে। এ সময় স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আরএইচ/

বিজিবি বিএসএফ ভারতে আটক ব্যক্তিদের ফেরত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন