রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় বুথ চালু তেজগাঁও থানার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য ‘সাপোর্ট’ নামে বুথ খুলেছে তেজগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) তেজগাঁও থানার তিন পরীক্ষা কেন্দ্রের সামনে এসব বুথ খোলা হয়েছে। তিন কেন্দ্রগুলো হলো- তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালক বিদ্যালয় এবং গভর্নমেন্ট সাইন্স হাইস্কুল।   

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।


তিনি বলেন, যানজটে আটকে থাকা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া, কেউ ভুল কেন্দ্রে চলে এলে তাকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন বা অন্য কিছু ফেলে এলে তা আনার ব্যবস্থা করাসহ কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড়ে যেন শিক্ষার্থীদের সমস্যা না হয় সে ব্যবস্থা করে দিচ্ছে সাপোর্ট।

আরো পড়ুন: বিকেলে কারামুক্ত হবেন ফখরুল-খসরু

সকালে তিনটি কেন্দ্রের সামনেই চকলেট ও কলম দিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানানো হয়। প্রথমদিন গভর্নমেন্ট সাইন্স হাইস্কুল কেন্দ্রে ইয়াছির আরাফাত নামের এক পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ভুলে বাসায় রেখে আসে। ওই শিক্ষার্থীর সেসব কাগজ আনার ব্যবস্থা করে দেয় ‘সাপোর্ট’। পরীক্ষার্থীদের জন্য পুরো পরীক্ষায় এসব বুথ রাখবে তেজগাঁও থানা পুলিশ।

এইচআ/ 

এসএসসি পরীক্ষার্থী ‘সাপোর্ট’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন