ফাইল ছবি (সংগৃহীত)
দুর্গাপূজায় এবার একদিন ছুটি বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ই অক্টোবর) থেকে ছুটি কার্যকর হচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনা থেকে জানা গেছে, বৃহস্পতিবার সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখা হবে।
ওই নির্দেশনায় বলা হয়, বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ প্রেক্ষিতে ওইদিন দেশে কার্যত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে।
ওআ/ আই.কে.জে/