ছবি: সংগৃহীত
নিত্যপণ্যের চড়া দামের বাজারে সাধারণ ও কম আয়ের মানুষের কথা চিন্তা করে এবারও রমজান মাসজুড়ে ১০ টাকা লিটার দুধ বিক্রি করবে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের জেসি এগ্রো ফার্ম। এবার রমজানের ৩০ দিনে তিন টন দুধ বিক্রি করবে ফার্মটি।
গত চার বছর ধরে রোজায় সাধারণ মানুষের কাছে ফার্মটি থেকে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি করা হচ্ছে। এই মানবিক উদ্যোগের জন্য গত বছর ফার্মটি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বেস্ট প্র্যাকটিস সম্মাননা লাভ করে। এর ধারাবাহিকতায় এবারও ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করা হচ্ছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেসি এগ্রো ফার্মের ব্যবস্থাপক হোসেন মোহাম্মদ রিয়াদ। তিনি জানান, ‘পাঁচ বছর আগে ব্যবসায়ী এরশাদ উদ্দিন তার রৌহা গ্রামের বাড়িতে জেসি এগ্রো ফার্মটি প্রতিষ্ঠিত করেন। খামারটিতে দুগ্ধ উৎপাদন ও গরু মোটাতাজা করা হয়।’
তিনি বলেন, ‘সাধারণ মানুষ রমজান মাসে বাড়তি দামের জন্য দুধ কিনতে পারেন না। তাদের কথা ভেবেই খামারটি প্রায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিবছর রমজানে দুধ ১০ টাকা লিটারে বিক্রি করে আসছে।’
এইচ.এস/