ছবি: সংগৃহীত
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশের ভেতর জুতা ও টি-শার্টের মতো পণ্য উৎপাদন করতে নয় বরং তার শুল্কনীতির লক্ষ্য হচ্ছে দেশে ট্যাংক ও প্রযুক্তিপণ্য উৎপাদনকে উৎসাহিত করা। খবর রয়টার্সের।
এদিকে গতকাল রোববার (২৪শে মে) আমেরিকার নিউ জার্সিতে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে গণমাধ্যমে ট্রাম্প বলেছেন, তিনি অর্থমন্ত্রী স্কট বেসেন্টের গত এপ্রিলে আমেরিকার টেক্সটাইল শিল্প নিয়ে করা মন্তব্যের সঙ্গে একমত।
গত ২৯শে এপ্রিল বেসেন্ট বলেছিলেন, আমেরিকায় টেক্সটাইল শিল্পে বড় ধরনের প্রসার অপরিহার্য নয়। যদিও তার এ মন্তব্যের পর ন্যাশনাল কাউন্সিল অব টেক্সটাইল অর্গানাইজেশনস অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা এখানে জুতা আর টি-শার্ট বানাতে চাইছি না। আমরা সামরিক সরঞ্জাম বানাতে চাই। বড় বড় জিনিস বানাতে চাই। আমরা কম্পিউটার দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তৈরি করতে চাই।
তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, আমি টি-শার্ট বা মোজা বানাতে চাই না। এসব আমরা অনায়াসেই অন্য জায়গায় তৈরি করতে পারি। আমরা যা তৈরি করতে চাই, তা হলো চিপস, কম্পিউটার আরও অনেক কিছু—ট্যাংক ও জাহাজও।’
এ ছাড়া ট্রাম্প আগামী ১লা জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে চান। এদিকে অ্যাপলকে সতর্ক করে তিনি বলেছেন, আমেরিকার ভোক্তারা বিদেশ থেকে যেসব আইফোন কিনছেন, সেগুলোর ওপরও ২৫ শতাংশ শুল্ক বসাতে পারেন।
আরএইচ/