ফাইল ছবি (সংগৃহীত)
এরই মধ্যে নতুন বছরের এক মাস চলে গেছে, সাধারণত এই সময়ে অনেক বাবা-মায়েরা শিশুর শিক্ষাজীবন নিয়ে চিন্তিত থাকেন। বিশেষ করে যাদের সন্তান প্রথমবার স্কুলে যাচ্ছে, তাদের জন্য এই সময়টি একই সঙ্গে উত্তেজনাপূর্ণ এবং চ্যালেঞ্জিং। বাংলাদেশে শিক্ষাব্যবস্থায় চলমান পরিবর্তন এবং নতুন শিক্ষানীতির প্রেক্ষাপটে শিশুর প্রাথমিক শিক্ষা নিয়ে সচেতন হওয়া এখন আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তাই চলুন জানা যাক শিশুর শিক্ষাজীবনের শুরু আনন্দময় করে তোলার কিছু টিপস-
শিশুর প্রথম স্কুলে যাওয়া তার জীবনের একটি বড় মাইলফলক। এই সময়ে শিশু যেমন নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখে, তেমনি বাবা-মায়েরও উচিত সন্তানকে সঠিকভাবে গাইড করা। সমালোচনার অনেক জায়গা থাকলেও নতুন শিক্ষানীতি প্রাথমিক শিক্ষাকে আরও শিশুবান্ধব করতে চায়, যেখানে মুখস্থ করার চেয়ে বোঝা এবং সৃজনশীলতার উপর জোর দেওয়া হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাবা-মায়েদেরও ভূমিকা পালন করতে হবে।
আরো পড়ুন : বাইরে না গিয়ে ঘরেই বানিয়ে খান ভেজিটেবল বার্গার
শিশুকে স্কুলের জন্য প্রস্তুত করবেন যেভাবে-
প্রথমত, শিশুকে স্কুলের জন্য মানসিকভাবে প্রস্তুত করুন। স্কুলে যাওয়া নিয়ে তার মনে কোনো ভয় বা উদ্বেগ থাকলে তা দূর করুন। তাকে বুঝিয়ে বলুন যে স্কুল একটি আনন্দের জায়গা, যেখানে সে নতুন বন্ধু বানাবে এবং অনেক কিছু শিখবে।
দ্বিতীয়ত, স্কুলের রুটিনের সঙ্গে তাকে ধীরে ধীরে অভ্যস্ত করুন। নিয়মিত ঘুম, খাওয়া এবং পড়াশোনার অভ্যাস গড়ে তুলুন।
তৃতীয়ত, বাড়িতে শিশুর সঙ্গে খেলার ছলে নতুন নতুন বিষয় শেখানোর চেষ্টা করুন। বইয়ের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক গেম, পাজল এবং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির মাধ্যমে তাকে উৎসাহিত করুন। এতে তার শেখার আগ্রহ বাড়বে এবং স্কুলের পরিবেশেও দ্রুত মানিয়ে নিতে পারবে।
শিশুর শিক্ষাজীবনের শুরুটি যেন হয় আনন্দময় এবং ইতিবাচক, সেদিকে খেয়াল রাখুন। নতুন বছরে পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সন্তানকে সঠিকভাবে গড়ে তুলুন। মনে রাখবেন, শিশুর প্রথম শিক্ষক হচ্ছেন আপনিই। তাই তার ভবিষ্যৎ উজ্জ্বল করতে আজই সঠিক পদক্ষেপ নিন। বিশ্বের বিভিন্ন দেশের সফল শিক্ষাপদ্ধতি থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে তা প্রয়োগ করুন। এতে আপনার সন্তানের শিক্ষাজীবন হবে আরও সমৃদ্ধ এবং গতিশীল।
এস/কেবি