সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের প্রায় ৭৬ লাখ ভিডিও মুছে ফেলেছে টিকটক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

টিকটকের নীতিমালা (কমিউনিটি গাইডলাইন) লঙ্ঘন করায় গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বাংলাদেশ থেকে প্রকাশ করা (আপলোড) ৭৫ লাখ ৯৯ হাজার ৩৪৯টি ভিডিও মুছে ফেলেছে টিকটক।

সোমবার (১লা এপ্রিল) চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে ১৭ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৯৬৩টি ভিডিও মুছে ফেলা হয়েছে, যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা ভিডিওর প্রায় ১ শতাংশ। এই ভিডিওগুলোর মধ্যে ১২ কোটি ৮৩ লাখ ৫৮৪টি ভিডিও স্বয়ংক্রিয় শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে মুছে ফেলা হয়েছে। তবে যাচাইয়ের পর ৮০ লাখ ৩৮ হাজার ১০৬টি ভিডিও পুনরায় টিকটকে ফিরিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন: এবারের ঈদে বাড়ি যেতে পারবেন উবারে!

টিকটকের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশ থেকে মুছে ফেলা ভিডিওগুলোর প্রায় ৯৫ দশক ৩ শতাংশই আপলোডের ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হয়েছে। এ ছাড়া ভিডিও মুছে ফেলার পাশাপাশি ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে বিশ্বজুড়ে মোট ১ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৮৫৫টি অ্যাকাউন্টও মুছে ফেলা হয়েছে।

এসকে/

টিকটক ভিডিও

খবরটি শেয়ার করুন