মঙ্গলবার, ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হতাশ ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন অশ্রাব্য ভাষায় *** ইরান ৪০০ কেজি ইউরেনিয়াম সরিয়েছে, ১০টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব: ভ্যান্স *** ঢাকা ট্রিবিউন পত্রিকার বিরুদ্ধে ‘ইসরায়েল-প্রীতির’ অভিযোগের ভিত্তি কী? *** ইসরায়েল আগে হামলা না করলে ইরানও করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান *** বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে কাজ করতে অপেক্ষা করছে চীন: বিএনপি *** অনিশ্চয়তার মধ্যেও তেহরানে উল্লাস *** মুশফিককে লিটন, সাকিবকে ছাড়িয়ে যাবেন মুমিনুল *** পরমাণু কর্মসূচি শিগগির চালু করবে ইরান *** গাজায়ও যুদ্ধবিরতির দাবি ইসরায়েলের বিরোধী দলগুলোর *** পাল্টাপাল্টি হামলার পরও ট্রাম্প বলছেন ‘যুদ্ধবিরতি কার্যকর’

সঙ্গমের আগে দূর করুন ভুল ভাবনা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ১৪ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

যৌনতা মানে কি শুধুই শরীর শরীর খেলা, দুটি শরীরের খেলা? কামনার আগুনে যেনতেন প্রকারে ডুব দিলেই হবে, এমন ভাবনা ভুল। সঙ্গমের আগে এমন ভুল ভাবনা দূর করুন। তবেই তো হবে চরম সুখের অনুভূতি। সারা শরীরে ছড়িয়ে পড়বে তৃপ্তির শিহরণ।

শাসনের গণ্ডিতে যৌনশিক্ষা উপেক্ষিত থেকে যায়। ফলে একটা সময় পর্যন্ত অনেকের ধারণা থাকে, যৌনতা মানে শুধুই দুটি মানুষ নগ্ন অবস্থায় পাশাপাশি শুয়ে থাকা কিংবা একে অন্যকে জড়িয়ে ধরা। বড়জোর চুম্বন করা। এর একটা বড় কারণ সিনেমা ও টেলিভিশন। প্রত্যেক বয়সের কিছু চাহিদা থাকে, সেই চাহিদা পূরণের সঠিক পথ জানতে হয়। তাই যৌনতার পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কন্ডমের বিষয়ে অনেকে জানেন। কিন্তু এর ব্যবহার সম্পর্কে কতজনের সঠিক ধারণা রয়েছে? অনেকে অতি সতর্ক হয়ে একইসঙ্গে দু’টি কন্ডম ব্যবহার করেন। তা একেবারেই উচিত নয়। দু’টি কন্ডম একসঙ্গে ব্যবহার করলে ঘর্ষণের সৃষ্টি হয় এবং এর জেরে কন্ডম ছিঁড়েও যেতে পারে।

অনেকের ধারণা শুধু পুরুষরা হস্তমৈথুন করতে পারেন। একথা সম্পূর্ণ ভুল। নারী শরীরেও যৌনতার প্রবল চাহিদা থাকে এবং তারাও মৈথুন করতে সক্ষম। এর জন্য খেলনার কমতি বাজারে নেই। যখন যেমন প্রয়োজন, তেমন জোগান। এখন তো অনলাইনের সুবিধাও রয়েছে। তাই না?

পুরুষদের অনেকে মনে করেন যৌনাঙ্গ সঠিক সময়ে বের করে নিতে পারলে সঙ্গীর অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা থাকে না। এ কথা আদতে সত্য নয়। তাই নিরোধ ব্যবহার করাই সবচেয়ে ভালো উপায়। অসুরক্ষিত মিলনে যৌনরোগ ছড়ানোর সম্ভাবনাও তো থাকে।

প্রথমবার ‘ইরেকশন’ (তাড়াতাড়ি বীর্যপাত) হলে অনেকে ভয় পেয়ে যান। ভাবেন তা অস্বাভাবিক কিছু। এ কারণে ছোটবেলা থেকে যৌনশিক্ষা প্রয়োজন, যাতে নিজের শরীরের পরিবর্তন সম্পর্কে নারী-পুরুষের মনে আগে থেকে ধারণা থাকে।

সাধারণত, প্রথম যৌনমিলনের সময় নারীর যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়। এ দিয়ে অনেক সময় নারীর সতীত্বের বিচারও করা হয়। সবসময় এমনটা নাও হতে পারে। অন্য অনেক কারণেই ‘সতীত্বের পর্দা’টি ছিঁড়ে যেতে পারে। ফলে কোনও নারীর সঙ্গে প্রথম যৌনতা মানে যে তার যোনি থেকে রক্তপাত হবে, তা ভাবা ভুল।

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন