বুধবার, ১২ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

‘প্রাথমিকের শিক্ষার্থীরা ফেব্রুয়ারির মধ্যেই সব বই পাবে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, ‘ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব বই পাবে।’

সোমবার (১৭ই ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার ড্রিম স্কয়ার রিসোর্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের যৌথ আয়োজনে পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক দুই দিনব্যাপী রিডিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) রোববার (১৬ই ফেব্রুয়ারি) পর্যন্ত খবর হলো, তৃতীয় শ্রেণি পর্যন্ত বইগুলোর ৮৫ ভাগের ওপরে মাঠপর্যায়ে চলে গেছে।’ 

তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ের ক্ষেত্রে আমরা পিছিয়ে ছিলাম। সেগুলোর ৮৪ ভাগ বই মাঠপর্যায়ে চলে গেছে। গতকালকে আমি রিপোর্টটি পেয়েছি। আশা করি, ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাথমিকের সব বই শিক্ষার্থীরা পেয়ে যাবে।’

হা.শা./কেবি


প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন