সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফিস আঁচারি টিক্কার মজাদার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই সময়ে সন্ধ্যায় কাবাব-বারবিকিউ না খেলে কি চলে? তাই তো একটু সময় পেলেই বাড়িতে বানাতে পারেন ভেটকি মাছের টিক্কা। রেসিপি জেনে নিন- 

উপকরণ-

ভেটকি মাছ ১ কেজি (চৌকো করে কাটা),

সরিষার তেল ৪ টেবিল চামচ,

মৌরি ৪ চামচ,

কালো সরিষা ২ চামচ,

নাইজেলা সিড ১ চামচ,

ধনেগুঁড়া ১ চামচ,

আদা-রসুনবাটা ২ চামচ,

আরো পড়ুন : নিজেই বানান চাট মসলা

জিরা ১ চামচ,

কাঁচামরিচ ৪টি (কুচানো),

হলুদের গুঁড়া ১ চামচ,

কাশ্মিরী মরিচগুঁড়া ২ চামচ,

মিক্স আঁচার ২ চামচ,

আমের আঁচার ১ চামচ,

টক দই ১/২ কাপ (পানি ঝরানো),

ভিনিগার ২ চামচ,

টমেটো ৪টি (কিউব করে কাটা) এবং লবণ স্বাদমতো।

পদ্ধতি-

প্রথমে শুকনা খোলায় মৌরি, কালো সরিষা, নাইজেলা সিড এবং জিরা দিয়ে ভাল করে নেড়ে নিতে হবে। তারপর নামিয়ে নিয়ে ঠাণ্ডা করে গ্রায়েন্ডারে গুঁড়ামশলা তৈরি করে নিন। এবার অন্য একটা পাত্রে টক দই, সরিষার তেল, হলুদের গুঁড়া, আদা-রসুনবাটা, কাশ্মিরী মরিচগুঁড়া, তৈরি করা গুঁড়ামশলা, লবণ, ভিনিগার, আমের আঁচার এবং মিক্স ভেজ আঁচার দিয়ে ম্যারিনেড তৈরি করুন। তাতে মাছের টুকরোগুলোকে মাখিয়ে নিয়ে ২ ঘণ্টা ফ্রিজে রেখে ম্যারিনেট করে নিন। এরপর শিকে গেঁথে নিন, সঙ্গে কিছু টমেটোর কিউবও গেথে নিবেন। এরপর ১০-১২ মিনিট গরম তন্দুরে গ্রিল করে নিন। পেঁয়াজের রিং, সালাদ এবং সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

এস/  ‪আই.কে.জে

রেসিপি ফিস আঁচারি টিক্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন