রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মেরিনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ ছেলেসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি।

বুধবার (১১ই সেপ্টেম্বর) দুপুরে সিজারের মাধ্যমে জন্ম নেয় পাঁচটি নবজাতক। তারা সবাই সুস্থ রয়েছে। হাসপাতালের ২২ নম্বর প্রসূতি ও গাইনি ওয়ার্ডে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে জন্ম নেওয়া পাঁচ সন্তান দেখতে হাসপাতালের অন্যান্য রোগীর স্বজনরা ওই ওয়ার্ডে ভিড় করেন।

পাঁচ সন্তান জন্ম দেওয়া ওই প্রসূতির নাম মেরিনা খাতুন (২৮)। এর আগেও তার দুটি কন্যাসন্তান জন্ম নিয়েছিল। তৃতীয় দফায় সন্তান প্রসব করতে গিয়ে একসঙ্গে পাঁচ ছেলে সন্তানের মা হন তিনি।

মেরিনার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী থানার শ্রীরামপুর গ্রামে। তিনি ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মজিদের স্ত্রী। 

এদিকে পাঁচ সন্তান একসঙ্গে জন্ম দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন মা মেরিনা খাতুন। তিনি বলেন, ‘এটি আল্লাহর অশেষ রহমত। আমার দুটি মেয়ে ছিল এবার আমার কোলভরে একসঙ্গে পাঁচটি সন্তান হলো ছেলে। যদিও তাদের লালন-পালন করতে আমার কষ্ট হবে। তবু আমি অনেক খুশি।’

হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক নিলুফার শারমিন গণমাধ্যমকে  বলেন, ‘আজ (বুধবার) সকাল ১১টার দিকে প্রসূতি মেরিনাকে তার স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসেন। এরপর সেখান থেকে ২২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। প্রসূতির অবস্থা অস্বাভাবিক দেখে তাকে দ্রুত ওটিতে নেওয়া হয়। সেখানে সিজার করে একে একে পাঁচটি নবজাতক বের করা হয়। এ সময় চিকিৎসকরাও অবাক হয়ে যান।’ রামেক হাসপাতালে এই প্রথম পাঁচটি সন্তান একসঙ্গে জন্ম নিলো বলেও জানান ওই চিকিৎসক। পাঁচটি নবজাতকই সুস্থ আছে বলেও জানান তিনি।

ওআ/কেবি

পাঁচ সন্তানের জন্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন