বৃহস্পতিবার, ১০ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিল্ডিং কোড মেনে ভবন তৈরির নির্দেশনা চেয়ে রিট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

অগ্নিকান্ডের সময় আশ্রয় নিতে ঢাকা মহানগরীর প্রতিটি বাণিজ্যিক ভবন ও বাসার ছাদে সেফটি রুম স্থাপন, আশ্রয় নেওয়ার উপযোগী ফ্রেশ বাতাস যাতায়াতের উপযুক্ত ভেন্টিলেশন স্থাপনের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। এছাড়া রিটে, প্রতিটি স্থাপনায় বিকল্প সিঁড়ি রাখা এবং আইন অনুযায়ী বিল্ডিং কোড মেনে ভবন তৈরির নির্দেশনা চাওয়া হয়েছে। 

রিটে রাজধানীতে ভবন নির্মাণের সময় অগ্নি দুর্ঘটনায় নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে আর্জি জানানো হয়েছে । বেইলি রোড ট্র্যাজেডিতে আহত ও নিহতদের জন্য ক্ষতিপূরণও চাওয়া হয়েছে রিটে । 

আরো পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ড: চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন আরও ২ জন

রোববার (৩রা মার্চ) জনস্বার্থে দুটি মানবাধিকার সংগঠন ও বেইলি রোডে অগ্নিকাণ্ডের পুড়ে নিহত এশার বড় ভাইয়ের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ নাজমুল কারিন এ রিটটি করেন। 

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ফায়ার সার্ভির অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক, রাজউকের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, চুমুক রেস্টুরেন্টের মালিক আনোয়ারুল হক এবং কাচ্চি ভাইয়ের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে। 

এইচআ/ 

রিট বেইলি রোড অগ্নিকান্ড বিল্ডিং কোড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন