ছবি: সংগৃহীত
বিশ্বের প্রথম সিএনজি বাইক কিছুদিন আগেই লঞ্চ করেছে ভরতের বাজাজ অটো। এরপর থেকে বাজাজের ‘ফ্রিডম ১২৫’ এর জনপ্রিয়তা দ্রুত বেড়ে চলেছে। মাত্র দু মাসে বিক্রির রেকর্ড গড়েছে বাজাজের এই বাইক। সাশ্রয়ী মূল্য, চমৎকার মাইলেজ এবং উন্নত বৈশিষ্ট্যসহ এই বাইকটি বাজেট-ফ্রেন্ডলি।
বাজাজের ফ্রিডম রয়েছে একটি শক্তিশালী ১২৫ সিসি ইঞ্জিন, যা আরও ভালো পাওয়ারের পাশাপাশি অসাধারণ মাইলেজ দেয়। এটি পেট্রল এবং সিএনজি দুই জ্বালানিতেই চলতে সক্ষম।
এই বাইকের ডিজাইনটি খুবই আকর্ষণীয় এবং এটি তরুণদের পাশাপাশি মধ্যবয়সিদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। বাইকটিতে ডিজিটাল ডিসপ্লে, এলইডি লাইট এবং আরামদায়ক দীর্ঘ সিটের সুবিধা রয়েছে। দীর্ঘ দূরত্বে আরামদায়ক ভ্রমণের জন্য একটি দুর্দান্ত বিকল্প বাজাজের এই সিএনজি বাইক।
বাজাজ ফ্রিডম এর সাফল্যের প্রধান কারণ হলো এর সাশ্রয়ী মূল্য, চমৎকার মাইলেজ এবং দুর্দান্ত বৈশিষ্ট্য। এছাড়াও বাজাজের নির্ভরযোগ্য প্রযুক্তি এবং পরিষেবা নেটওয়ার্কও গ্রাহকদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাজাজের দাবি অনুযায়ী, এই মোটরবাইকে প্রতি কেজি সিএনজিতে ২১৩ কিলোমিটার মাইলেজ পাওয়া যাব। যা বর্তমান যেকোনও পেট্রল বাইকের থেকে অনেক বেশি। সিএনজি এবং পেট্রল মিলিয়ে ৩৩০ কিমি. মাইলেজ দেবে বাজাজ ফ্রিডম। চালকের কাছে একটি সুইচ বাটন থাকবে। যা দিয়ে পেট্রল থেকে সিএনজিতে চালানো যাবে।