বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস *** গুমে সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর *** অর্থবছর শেষে বেড়েছে খাদ্য মজুদ *** পশ্চিমবঙ্গে একই দিনে উল্টোরথ ও মহররম, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তৎপরতা *** আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত রাজনৈতিক দলগুলো *** এক মিনিট ইন্টারনেট বন্ধের পরিকল্পনা অবশেষে বাদ *** আবার আলোচনায় মুরাদনগর, এবার মা-ছেলেসহ ৩ জনকে... *** আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা, কোনো ঝুঁকি নেই: ডিএমপি *** বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন *** বেশি সন্তান নারীর মানসিক স্বাস্থ্যের জন্য ভালো: গবেষণা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে আর ভাবছে না আমেরিকা: ইসরায়েলে আমেরিকান রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১১ই জুন ২০২৫

#

ইসরায়েলে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মাইক হাকাবি। ছবি: জেএনএস

‘আমেরিকা এখন আর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য অনুসরণ করছে না’। এমন মন্তব্য করেছেন ইসরায়েলে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মাইক হাকাবি।

ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকাবিকে জিজ্ঞেস করা হয়েছিল, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনো কি যুক্তরাষ্ট্রের লক্ষ্য কী না। জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় না।’

ডোনাল্ড ট্রাম্পের মনোনীত এ প্রাক্তন আর্কানসাস গভর্নর আরও একধাপ এগিয়ে বলেন, ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা ভাবা হলে তা যেন ইসরায়েলের কোনো ভূখণ্ড ছাড়াই হয়। তিনি এমনকি প্রস্তাব দেন, ‘একটি মুসলিম দেশের’ কিছু অংশ নিয়ে সেই রাষ্ট্র গঠন করা যেতে পারে।

বিবিসিকে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে মাইক হাকাবি বলেন, ‘মুসলিম দেশগুলোর মোট ভূমির পরিমাণ ইসরায়েলের চেয়ে ৬৪৪ গুণ বেশি। সুতরাং যদি সত্যিই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের এত আগ্রহ থাকে, তাহলে হয়তো কেউ বলবে—আমরা এর জন্য জায়গা দিতে চাই।’

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, হাকাবির এ বক্তব্য দীর্ঘদিনের মধ্যপ্রাচ্যনীতি থেকে আমেরিকার স্পষ্ট সরে আসাকে তুলে ধরছে।

ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে দুই রাষ্ট্রের মধ্যে এ সমস্যার সমাধানের ব্যাপারে অনেক বেশি অনীহা দেখিয়েছিলেন, যদিও এটি ছিল আমেরিকার দীর্ঘদিনের মধ্যপ্রাচ্যনীতি। দ্বিতীয় মেয়াদে এ বিষয়ে তার অবস্থান কী—তা এখনো স্পষ্ট নয়।

এইচ.এস/

মার্কিন রাষ্ট্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন