সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘জামাল কুদু’ নাচে ববির আগে চমক দেখিয়েছিলেন যে অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত বছর (২০২৩) ‘জামাল কুদু’গান ববি দেওলকে নতুন করে জনপ্রিয় করে তুলেছিল। ‘অ্যানিম্যাল’ সিনেমার ‘জামাল কুদু’ গানে ববি দেওলের নাচের ভঙ্গি এখনো চর্চায় রয়েছে। সামাজিক মাধ্যমে এই গানের রিল ভিডিও এখনো দেখা যায়। 

সিনেমায় এই গানে মাথার ওপর একটি গ্লাসে মদ রেখে নাচেন ববি। তবে অনেকেই হয়ত জানেন না, ববির আগে একই ভঙ্গিতে বলিউডে এই নাচ নেচেছিলেন অভিনেত্রী রেখা। 

আরো পড়ুন: ওটিটিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান অজয় দেবগন

সিনেমার নাম ‘বিবি হো তো অ্যায়সি’। জেকে বিহারি পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৮৮ সালে। তাতে ‘সাসুজি তু নে মেরি কদর না জানি’ গানে ববির মতোই মাথায় মদের গ্লাস রেখে নেচেছিলেন রেখা।

মজার বিষয় হলো, গানের ওই অংশটির সঙ্গে ‘জামাল কুদু’ জুড়ে দিয়ে নতুন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে নেটাগরিকদের একাংশ রেখার প্রশংসায় মেতেছেন। অনেকের মতে, ববির অনেক আগেই রেখা তার নাচের দক্ষতার প্রমাণ করেছেন।

উল্লেখ্য, ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখেন সালমান খান।

এসি/

অভিনেত্রী ‘জামাল কুদু’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন