সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি প্রকাশ

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রোজা শেষ হলেই মুসলমানদের বড় উৎসব ঈদুল ফিতর উদযাপন হবে। তাই ১৫ দিন আগেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাতের সূচি প্রকাশিত হয়েছে। জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি হবে সকাল ৭টায়।

সোমবার (২৫শে মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ঈদের জামাতের সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন ।

ঈদের দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টা, তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। অপরদিকে চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। আর সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

আবু বক্কর সিদ্দিক জানান, ৫টি জামাতের ইমামতি কে কে করবেন, তা ইসলামিক ফাউন্ডেশন ঠিক করবে। এ ছাড়া ৫টি জামাতের ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তাও ঠিক করা হবে।

আরও পড়ুন: ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

এর আগে, ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ঈদ হতে পারে ১০ বা ১১ এপ্রিল। শবে কদর, পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে অন্যান্য বছরের চেয়ে এবার ঈদে বেশ কয়েকদিন বেশি ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

এসকে/

জাতীয় মসজিদ বায়তুল মোকারম ঈদুল ফিতর

খবরটি শেয়ার করুন